সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১১:৫৪:০১

গোপনে শরীরে ঢু'কে আবার গোপনে বেরিয়েও যায় করোনা ভাইরাস!

গোপনে শরীরে ঢু'কে আবার গোপনে বেরিয়েও যায় করোনা ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস প্রথম ছ'ড়িয়ে পড়ে চীনের উহানে। আর এখন ১৮৫টি দেশের ২৪ লাখ মানুষ করোনায় আক্রা'ন্ত। এক লাখ ৬৫ হাজার দুইশ মানুষ করোনার মা'রণ থা'বায় প্রাণ হা'রিয়েছেন। করোনার হাত থেকে সুস্থ হয়ে বেঁ'চে ফিরেছেন ছয় লাখ ২৮ হাজার আটশ মানুষ। আর করোনার আ'ক্র'মণকে প্রতিহ'ত করা নিয়ে বিশ্ব জু'ড়ে একের পর এক গবেষণা চলছে। 

গবেষণায় যে ত'থ্য আসছে, তা রী'তিমতো তা'ক লাগিয়ে দিচ্ছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলো করোনা ভাইরাস নিয়ে এক নয়া ত'থ্য। মার্কিন এক গবেষণা বলছে, করোনার উপসর্গ অনেকের মধ্যে দেখা দিচ্ছে না। ফলে ধ'রাও যাচ্ছে না যে কার করোনা রয়েছে। এদিকে, তাদের দেহে করোনা দানা যেমন বাঁ'ধছে, তেমনই আবার গো'পনে বে'রিয়েও যাচ্ছে বলে দা'বি গবেষণাপত্রের। ফলে বিশ্বে কতজনের দেহে এমন করোনা লু'কিয়ে রয়েছে, তা নিয়ে দ্ব'ন্দ্ব রয়েছে। 

করোনা টে'স্টিং'য়ে ধ'রা পড়ছে। মার্কিন গবেষণা পত্রটি বলছে, টে'স্টিং যাদের হয়নি অথচ উপস'র্গবি'হী'ন এমন করোনা হয়ে রয়েছে, সেই ব্যক্তিদের নিয়ে উদ্বে'গ বেশি। আর করোনার এই গো'পন রূ'পটি অনেক বেশি ভ'য়াব'হ। আরো এক নতুন গবেষণা বলছে, করোনা রোগীদের রোগের উপস'র্গ দেখা দেওয়ার আগেই শরীরে দা'না বাঁ'ধছে ভাইরাস। শুধু তাই নয়, করোনা রোগীদের থেকে এই সময়ই আবার ছ'ড়িয়ে যাচ্ছে। যার ফলে মানুষ কিছু টে'র পাওয়ার আগেই করোনা বাসা বাঁ'ধছে শরীর জু'ড়ে। 

মার্কিন গবেষণাপত্রটি বলছে, মানবদেহের নাক ও গলার থেকে সোয়াব নিয়ে করোনার টে'স্টিং হচ্ছে। সেই ব্যক্তি প্রথম দিন নেটেগিভ এলেও পরের দিন পজিটিভ আসছেন। তার কারণ করোনা টেস্টিং এর দিন নাক বা গলার সোয়াবে সেভাবে থা'বা ব'সাতে নাও পারে। পরের দিন তা ব'সাতে পেরেছিল। ফলে বি'ভ্রা'ন্তি থেকেই যাচ্ছে। তবে র'ক্ত পরীক্ষার মাধ্যমে যে টে'স্টিং হচ্ছে তা সঠিক ফলাফল দিতে পারে করোনার ক্ষেত্রে। এমনই দা'বি গবেষকদের। সূত্র: ওয়ানইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে