আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভ'য়া'ল থা'বায় লা'শের মিছিল বিশ্বের সবচেয়ে ক্ষ'মতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় সবচেয়ে ক্ষ'তিগ্র'স্থ দেশ এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। আ'ক্রা'ন্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার। করোনার হটস্পট নিউইয়র্ক নগরী কার্যত মৃ'ত্যুপুরী। খাঁ খাঁ করছে স্বপ্নের শহর শিকাগো। মৃ'ত্যুর করাল থা'বা পড়েছে ম্যাসাচুসেটস শহরেও।
মানব সভ্যতা আর বিজ্ঞানের উ'দ্ধ'ত জয়রথের চাকা থামিয়ে দিয়েছে একটি অদৃ'শ্য শ'ত্রু। তবে এহেন পরি'স্থিতিতেও মনোবল অটুট মার্কিনিদের। করোনার বি'রু'দ্ধে সংঘব'দ্ধ লড়া'ইয়ের ডাক দিয়ে ১৫ পাতা জুড়ে মৃত ব্যক্তিদের নাম প্রকাশ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে দেশটির এক শীর্ষ সংবাদপত্র। কঠিন সময়ে ম্যাসাচুসেটস শহরে করোনায় মৃ'ত্যুর কোলে ঢলে পড়া নাগরিকদের অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়েছে 'বোস্টন গ্লোব'।
পত্রিকাটির রবিবারের বিশেষ সংখ্যায় ১৫ পাতা জুড়ে শহরের মৃ'ত ব্যক্তিদের নাম ছাপা হয়েছে। এ পর্যন্ত ম্যাসাচুসেটস শহরে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষ। মৃ'ত্যু হয়েছে অন্তত ১ হাজার ৭০০ জনের। শুধুমাত্র শহরের ডরচেস্টার এলাকায় প্রাণ হা'রিয়েছেন ১ হাজার ২০০ মানুষ। এদিকে, করোনায় মৃ'তদের প্রতি 'বোস্টন গ্লোব'-এর এই শ্রদ্ধার্ঘ্য সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। অনেকেই টুইট করে পত্রিকাটির প্রশংসা করছেন।
এর আগে ইতালির একটি কাগজ করোনায় মৃ'তদের নাম প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছিল। তবে সেখানে এতগুলি নাম প্রকাশ করা হয়নি। ২০১৯-এর শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদু'র্ভাব ঘটে। চীন প্রথমে স্বী'কার না করলেও পরে তদ'ন্তে প্রকাশ্যে আসে এক অত্য'ন্ত বি'পজ্জ'নক অদৃশ্য ঘা'তকের কথা। বিশ্ব জানতে পারে কভিড-১৯-এর মা'রণ ক্ষ'মতা কত। তবে পরি'স্থিতি পাল্টেছে। চীনে উৎপত্তি হলেও, করোনার এপিসেন্টার হয়ে উঠেছে আমেরিকা। সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে নিউইয়র্ক শহর। শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই পরি'স্থিতি সামাল দিতে পারছে না প্রশাসন। সূত্র : হিন্দুস্তান টাইমস।