মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ১২:২৬:২০

শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে : পাক মন্ত্রীর মন্তব্যে হাসির রোল

শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে : পাক মন্ত্রীর মন্তব্যে হাসির রোল

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণে এখনও পর্যন্ত পাকিস্তানে আক্রা'ন্ত হয়েছেন ৭৬৩৮ জন। এর মধ্যেই একের পর এক উল্টো পাল্টা মন্তব্য করে চলেছেন সে দেশের নেতা মন্ত্রীরা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ফিরদৌস আশিক আওয়ান বলছেন, '‌শরীরের নীচ দিয়ে ভাইরাস ভিতরে ঢুকতে পারে। তাই করোনা আ'টকাতে গেলে পা ঢেকে রাখতে হবে।'

আশিক আওয়ান পাকিস্তানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি এই মন্তব্য করায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাই'রাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রী বিস্তারিত ভাবে বলছেন, কেন পা ঢেকে রাখা দরকার। তার দাবি শুধু মুখ কিম্বা নাক দিয়েই শরীরে ভাইরাস ঢু'কতে পারে না। ভাইরাসের ঢোকার পথ অনেক আছে। তাই শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে।

যদিও, করোনা সং'ক্র'মণের পর থেকে পাকিস্তানের অবস্থা খুবই খা'রাপ। ভে'ঙে পড়েছে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থাও খুব খা'রাপ। সব মিলিয়ে পাকিস্তানে এখনও আক্রা'ন্ত হয়েছেন সাত হাজারের বেসি মানুষ। আশ'ঙ্কা মে মাসের মাঝামাঝি এই রোগের প্রকো'প পাকিস্তানে বাড়তে পারে। পাক মন্ত্রীর মন্তব্য দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে