আন্তর্জাতিক ডেস্ক : উহানের ল্যাব থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মারাত্ম'ক করোনাভাইরাস। এমনটাই মনে করছে গোটা বিশ্ব। যা নিয়ে রীতিমত চাপ বাড়ছে বেইজিংয়ের উপর। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বেইজিংয়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে গোটা বিশ্বের প্রথমসারির একাধিক দেশ। আমেরিকা, ব্রিটেন, ইতালি ও জাপান। একের পর এক শক্তিশালী রাষ্ট্র চীনের সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছে।
উহান থেকেই বিশ্বে ছড়িয়েছে মা'রণ করোনা, তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় তার হুঁ'শিয়ারি, করোনাভাইরাস নিয়ে চীনের যোগসাজশ এবং মিথ্যাচার প্রমাণিত হলে চীনকে তার দায় নিতে হবে। এই পরিস্থিতিতে চা'প বাড়ছে বেইজিংয়ের উপর। শুধু ট্রাম্পই নন, মার্কিন বিদেশসচিব দ'ফায় দফা'য় হুম'কি দিয়ে কখনও বলছেন, উহানের সেই ভাইরোলজি গবেষণাগারে মার্কিন বিজ্ঞানীদের প্রবেশাধিকার দিতে হবে। বিশ্ববাসী সত্যিটা জানতে চায়। আবার তিনি বলেছেন, চীন যতক্ষণ না স্বচ্ছভাবে জানাচ্ছে ঠিক কী হয়েছে, ততক্ষণ চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা সমস্যা। ফলে প্রবল চা'পের মুখে কমিউনিস্ট চীন।
অন্যদিকে, আমেরিকা, ফ্রান্সের পর চীনের দিকে আঙুল তোলা থেকে বাদ গেল না জার্মানিও। এবার অ'ভিযোগ তুললেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কল। ভাইরাস কোথা থেকে এল, তা নিয়ে যে চীন তথ্য গোপন করছে, এমনটাই অ'ভিযোগ তার। তিনি বলেন, চীন গোটা বিশ্বকে করোনাভাইরাস নিয়ে ভুল বোঝাচ্ছে। ভাইরাসের উৎস আর সং'ক্রমণ নিয়ে আরও বেশি স্বচ্ছ হওয়ার আবেদন তার।