মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০১:৪১:২৪

করোনাভাইরাসের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কাঁ'দছেন ইমরান খান

করোনাভাইরাসের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কাঁ'দছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভি'ডিও স্যোশাল মিডিয়ায় ভা'ইরাল হয়েছে। যেটিতে দেখা যাচ্ছে ইমরান খান কাঁ'দছেন। পিটিআই সমর্থকরা বলছেন, ইমরান খান জীবনে দু’বার কেঁ'দেছেন, প্রথমবার যখন তার মা মা'রা যান তখন। আ দ্বিতীয়বার করোনাভাইরাস মহামা'রীর কারণে। 

পিটিআই বিরোধীরা ভি'ডিওটির সমালোচনা করছেন। তারা বলছেন, ইমরান খান কেন ক্যামেরার সামনে এসে কাঁ'দতে যাবেন? 

ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়, ভি'ডিওটি দেখে স্পষ্ট বোঝা যায় যে, এটি অনেক আগের। ভাইরাল ভি'ডিওতে শাহ মেহমুদ কুরেশি পাঞ্জাব সরকারের বি'রুদ্ধে কথা বলছেন। যা প্রমাণ করে যে, ভি'ডিওটি পিএমএল-এন সরকারের আমলের। যা এখন অসৎ উদ্দেশ্যে ভাই'রাল করা হচ্ছে।-ডেইলি পাকিস্তান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে