মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৬:১৮

অ্যাঙ্গেলা এক নম্বরে, দুইয়ে পুতিন আর পোপের পরে বাগদাদি

অ্যাঙ্গেলা এক নম্বরে, দুইয়ে পুতিন আর পোপের পরে বাগদাদি

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরেকেল। গ্রিসে ঋণ এবং ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি। আর দুই নম্বরে উঠে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ফরাসি বার্তা সংস্থা এএফপির সব ভাষার সংবাদ বিভাগের কর্মীদের ভোটে নির্বাচিত হয়েছেন। অ্যাঙ্গেলা মেরকেলের শরণার্থীদের জন্য দ্বার উন্মুক্ত নীতির ফলে জার্মানিতে এ বছর অন্তত ১০ লাখ শরণার্থী প্রবেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথমবারের মতো বিশাল শরণার্থীর ঢেউ আঁছড়ে পড়েছে। এদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থী। সিরিয়া এবং আফগান শরণার্থীদের কাছে `মা মেরকেল`। একই ইস্যুতে টাইম ম্যাগাজিনের বর্ষসেরার খেতাবও জিতেছেন মেরকেল। প্রভাবশালীদের ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের জনগণ। দেশটিতে চলতি বছরে দুই দফা সন্ত্রাসী হামলায় অন্তত ১৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এরপর ও শোকে কেটে উঠে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেগে উঠেছে ফ্রান্সের বাসিন্দারা। চতুর্থ স্থানে রয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি। জান্তা শাসনের অবসানে মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচি নভেম্বরে দেশটির নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় প্রভাবশালীদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আছেন সপ্তম স্থানে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ও অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস ঋণসংকটে জর্জরিত দেশটির পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক ভূমিকা পালন করায় যৌথভাবে অষ্টম হয়েছেন। দুর্নীতি ও কেলেঙ্কারিতে বিশ্ব মিডিয়ায় অধিকাংশ সময়ই আলোচনায় থাকা ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার নবম স্থানে আছেন। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ যৌথভাবে দশম স্থানে জায়গা পেয়েছেন। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে