আন্তর্জাতিক ডেস্ক: গো'টা বিশ্ব এখন কাঁ'পছে করোনাভাইরাস আত'ঙ্কে। ভাইরাসটি ইতোমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে। ধ্বং'সয'জ্ঞ চা'লাচ্ছে বিভিন্ন দেশে। এর মধ্যে সবচেয়ে শো'চনীয় অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধ'র রাষ্ট্র আমেরিকার। দেশটিতে এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল সোয়া ৮) আক্রা'ন্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫১৪ জনের।
এছাড়াও এই ভাইরাসের তা'ণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সও। এখন পর্যন্ত ইতালিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১১৪ জনের, স্পেনে ২০ হাজার ৮৫২ ও ফ্রান্সে মৃত্যু হয়েছে ২০ হাজার ২৬৫ জনের। এছাড়া যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০৯ জনের।
প্রাণঘা'তী এই ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চ'লছে নানা গবেষণা। এরই মধ্যেই এই ভাইরাসের ভ'য়ঙ্ক'র রূপ নিয়ে মন্তব্য করলেন নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের।এক ফরাসি সংবাদমাধ্যমে তিনি দা'বি করেন, করোনাভাইরাসের মধ্যে এইচআইভি তথা এইডস’র পাশাপাশি ম্যালেরিয়ার জীবা'ণুও রয়েছে। কোভিড-১৯-এর যে সমস্ত বৈশিষ্ট্য দেখা গেছে, এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে না।
তার দা'বি, করোনাভাইরাস মানুষের তৈরি এবং উহানের গবেষণাগারেই তৈরি হয়েছে এই জীবা'ণু। এইডসের টিকা আবিষ্কার করতে গিয়ে ছ'ড়িয়ে পড়েছে এই ভাইরাস।তিনি আরও জানান, উহান ন্যাশনাল বায়ো'সেফ'টি ল্যাবেরটরিতে প্রায় দু’দশক ধ'রে করোনাভাইরাস নিয়ে গবেষণা চ'লছে। সম্ভবত, সেখান থেকেই দু'র্ঘটনাবশ'ত এই ভাইরাসটি বাইরে ছ'ড়িয়ে পড়েছে।
২০০৮ সালে এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লুক মন্তাজিনিয়ের। ফলে তার অভিযোগ ফাঁ'কা বুলি বা ভি'ত্তিহীন জ'ল্পনা নয় বলেই মনে করছেন বিশ্লে'ষকরা।
উল্লেখ্য, নানা মহলের দাবি, রহ'স্যময় এই ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে তা ছ'ড়িয়ে পড়েছে উহান প্রদেশের গো'পন গবেষণাগার থেকেই। কোনও কোনও মহল থেকে আশ'ঙ্কা করা হচ্ছে, না'শকতা বা অ'ন্তর্ঘা'ত করেই চীনের কোনও বিজ্ঞানী বা গু'প্তচ'র এই ভাইরাস ছ'ড়িয়েছেন।
ওয়াশিংটন পোস্ট তাদের একটি প্রতিবেদ'নে স্প'ষ্ট জানিয়েছিল, এই আরএনএ ভাইরাসকে চীন তৈরি করেছে মা'রণা'স্ত্র হিসেবেই। প্রাণঘা'তী এই ভাইরাসের ছো'বলে হাজার হাজার মানুষকে ক'ষ্ট দিয়ে মে'রে ফেলা সম্ভব। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিএসএল-৪ ল্যাবরেটরিতে অতি গো'পনে এই জৈব রাসায়নিক মা'রণা'স্ত্র তৈরির কাজ চলছিল অনেকদিন ধ'রেই। সূত্র: গালফ টুডে