মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৪:৪৮:৩৫

এক মুহূর্ত দেরি না করে, কুমিরের নাকে আঙুল ঢু'কিয়ে নিজের সন্তানকে বাঁচালেন মা

এক মুহূর্ত দেরি না করে, কুমিরের নাকে আঙুল ঢু'কিয়ে নিজের সন্তানকে বাঁচালেন মা

আন্তর্জাতিক ডেস্ক: কুমিরের নাকে আঙুল ঢু'কিয়ে দিয়ে নিজের তিন বছরের সন্তানকে বাঁচালেন মা। আর এ ঘ'টনায় রাতারাতি নায়ক বনেছেন জিম্বাবোয়ের সেই নারী। সম্প্রতি ঘ'টনাটি ঘ'টেছে দেশট গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীর ধা'রে।

নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে রান্ডার নদীতে মাছ ধ'রতে গিয়েছিলেন ৩০ বছরের মাউরিনা মুসিসিনয়ানা। ছেলেদের নদীর ধা'রে ছাতার তলায় রেখে ধ'রছিলেন মাছ। হঠাৎ চিৎ'কার শুনতে পান তিনি। ছু'টে গিয়েই তিনি দেখেন একটা কুমির তাঁর তিন বছরের ছেলে জিডিয়নকে মুখে করে ধ'রে নিয়ে যাচ্ছে। তা দেখে এক মুহূর্ত দেরি না করে, কুমিরের কাছে গিয়ে তার নাক আঙুল দিয়ে বন্ধ করে দেন। তাতে কুমিরের কা'মড় আলগা হতেই অন্য হাত দিয়ে কুমিরের গ্রা'স থেকে ছা'ড়িয়ে নেন নিজের ছেলেকে। কুমির পানিতে টে'নে নিয়ে যাওয়ার আগেই তার ক'বল থেকে মাউরিনা বাঁ'চিয়ে নেন নিজের ছোট্ট ছেলেকে।

জিম্বাবোয়ের একটি সংবাদমাধ্যমকে এ ব্যাপারে মাউরিনা বলেছেন, ‘‘চিৎ'কার শুনতে পেয়েই ছু'টে যাই আমি। তার পরই দেখি ছেলেকে ধ'রে নিয়ে যাচ্ছে বিশালাকার কুমির। বড়দের কাছে শিখেছিলাম কুমিরের নাক বন্ধ করলে তার শ'ক্তি কমে যায়। সঙ্গে সঙ্গে  আঙুল দিয়ে কুমিরের নাক বন্ধ করার চেষ্টা করি।’’

জানা গেছে, এই ঘ'টনার পরই মাউরিনা তার ছেলেকে নিয়ে যান হাসপাতালে। সেখানে জিডিয়নের চিকিৎসা চলছে। চিকিৎসাতে ছোট্ট ছেলেটি ভালোই সা'ড়া দিচ্ছে। তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে