মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৫:০৭:০৮

চমকে দেওয়া অভিনব মাস্ক নিয়ে করোনা রু'খছে অ'বরু'দ্ধ গাজার ফিলিস্তিনিরা!

চমকে দেওয়া অভিনব মাস্ক নিয়ে করোনা রু'খছে অ'বরু'দ্ধ গাজার ফিলিস্তিনিরা!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় অ'বরু'দ্ধ এই ফিলিস্তিনি জাতিসত্তার সংঘ'র্ষময় এলাকায় করোনার ছো'বল তেমন নেই। কারণ একটাই একঘরে হয়ে থাকা। ১৪ বছর ধরে ইসরায়েল অ'বরু'দ্ধ করে রেখেছে ফিলিস্তিনি সংগঠন হামাসের ঘাঁটি গাজা। ভূমধ্যসাগর তীরে এই শহর থেকেই ইসরায়েলের ওপর রকেট হা'মলা চালায় হামাস। আর ইসরায়েলি মিসাইল ও সেনার হা'মলায় মৃ'তুপুরী হয় গাজা। 

এমনই বি'তর্কি'ত গাজা ভূখণ্ডের করোনা মো'কাবেলায় চমকে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কেউ পাতা তো কেউ বোতল অথবা টিন ও কাপড়ের টুকরো দিয়ে মাস্ক বানিয়েছেন গাজার নাগরিকরা। সেই ছবি ছড়িয়েছে দুনিয়ায়। এমনই সব চমকে দেওয়া মাস্ক নিয়ে করোনা রু'খতে লড়া'ইয়ে নেমেছে বি'চ্ছিন্ন গাজা।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, গাজার প্রতিবেশী ইসরায়েলে করোনা ভাইরাসে মৃ'ত একশ ৭০ জনের বেশি। কিন্তু ফিলিস্তিনি এলাকা গাজায় নেই মৃ'ত্যু। তবে বাকি প্যালেস্টাইন অঞ্চলে দু জনের মৃ'ত্যু সংবাদ এসেছে। ইসরায়েলের অ'বরো'ধ ভে'ঙে কোনো অবস্থাতেই মূল প্যালেস্টাইনের শা'সকপক্ষ গাজায় কিছুই পাঠাতে পারে না।

স্বাভাবিকভাবেই করোনা ভাইরাস সং'ক্র'মণ রু'খতেও তাদের পক্ষে কিছুই করার নেই। এদিকে চীন থেকে এই ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়তেই ইসরায়েল এবং মিশর তাদের সীমান্তের চেকপোস্ট যতটুকু খোলা ছিল তাও ব'ন্ধ করে। এতে আরো বি'পাকে পড়েন গাজার বাসিন্দারা। অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং দূর্বল পরিকাঠামো নিয়েই শুরু হয় তাদের করোনা বিরো'ধী ল'ড়া'ই। দরকারি মাস্ক-তাও অপ্রতুল।

ফলে ইসরায়েলি বিরো'ধী লড়া'ইয়ের মুখোশ পরে নিতে থাকেন সবাই। সেইসঙ্গে বোতল, টিনের মতো বিভিন্ন ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তারা বানিয়ে নেন মাস্ক। হু জানাচ্ছে, ২০ লাখ জনসংখ্যার গাজা শহরে রয়েছে ৩০ শয্যার হাসপাতাল। চিকিৎসক খুবই কম। স্য়ানিটাইজার তেমন নেই। যদিও আলজাজিরা এবং এএফপি সংবাদ সংস্থার খবর, সম্প্রতি ইসরায়েলের তরফে ''শ'ত্রু'' গাজা প্রশাসনকে উন্নত থার্মাল সাইকলার ডিভাইস দেওয়া হয়। এর মূল্য ১০ হাজার মার্কিন ডলার। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় একটি আন্তর্জাতিক সংস্থা দান করেছিল থার্মাল সাইকলার। পরি'স্থিতি বুঝে গাজা প্রশাসন শহরের নাগরিকদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা করে সমুদ্র তীরবর্তী এলাকায়। আর সীমিত ক্ষ'মতায় কী করে অভিনব মাস্ক তৈরি হবে তার চেষ্টা শুরু করেন গাজাবাসী।

বি'চ্ছিন্ন হয়ে থাকার সুবাদে করোনার সং'ক্র'মণ থ'মকে গেছে গাজায়। তবে এখানকার বাসিন্দারা বলছেন, একেই সারা বছর ইসরায়েল অ'বরু'দ্ধ করে রাখে গাজা। নাম মাত্র সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া হয়। কিন্তু এই অবস্থা বেশি দিন চলতে পারে না। এই ভাইরাস হা'মলা দেখিয়ে দিয়েছে গাজার বাসিন্দারা কেমন করে টানা অবরো'ধে থেকে কষ্ট স্বী'কার করেন। সূত্র: আলজাজিরা, এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে