আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায়ও ছড়িয়েছে করোনা ভাইরাস। দেশটিতে ৩১ বছর থেকে ৪০ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি করোনায় আক্রা'ন্ত হচ্ছেন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সামনের মাসে করোনায় আক্রা'ন্তের হা'র আরো বাড়তে পারে।
সোমবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ একটি পরিসংখ্যান প্রকাশ করে। সেই পরিসংখ্যানে দেখা যায়, দেশটির সবচেয়ে বেশি করোনায় আক্রা'ন্ত হয়েছেন তরুণীরা। ৩১ থেকে ৪০ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি চারশ ৫৬ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন। এরপর সবচেয়ে বেশি করোনায় আক্রা'ন্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী নারীরা (তিনশ ৬৫ জন)। ৪১ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে তিনশ ৪২ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন।
পরিসংখ্যান মতে, দেশটিতে ৩১ থেকে ৪০ বছর বয়সী তিনশ নয়জন পুরুষ করোনায় আক্রা'ন্ত হয়েছেন। ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে দু'শ ৫৯ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন। আর ৫১ থেকে ৬০ বয়সী পুরুষদের মধ্যে দু'শ ৫৪ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখানো হয়, ৮৩ জন শিশু-কিশোর করোনায় আক্রা'ন্ত হয়েছেন। আর ৯১ বছর বয়সী মাত্র দু'জন মানুষের শরীরে করোনা পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. জাওলি এমকিজে এর আগে জানিয়েছিলেন, করোনায় আক্রা'ন্ত হয়ে সবচেয়ে বেশি বয়সে মা'রা যান ৯১ বছর বয়সী এক ব্যক্তি। আর সবচেয়ে কম বয়সে মা'রা যান ৪৬ বছর বয়সী একজন। সূত্র: টাইমস।