মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৫:৫৫:৫৮

লকডাউনে ৩ দিন হেঁটে বাড়ির কাছে এসে কিশোরীর মৃত্যু

লকডাউনে ৩ দিন হেঁটে বাড়ির কাছে এসে কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ঠে'কাতে ভারতে চলমান লকডাউনে ভিন রাজ্যে আ'টকে পড়া এক কিশোরী বাড়ি ফি'রতে টা'না ৩ দিন হেঁটেছে। তবে তার আর বাড়ি ফেরা হয়নি। বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ১১ বছর বয়সী জামলো মাকদম নামের ওই কিশোরীর বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। তেলেঙ্গানার একটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করতে গিয়েছিল সে। লকডাউনের জে'রে সেখানে আ'টকে পড়া মাকদম বাড়ি ফি'রতে আরও ১১ জনের সঙ্গে গত ১৫ এপ্রিল থেকে হাঁটতে শুরু করে।

এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় খাবার বা পানি, কোনোটাই ঠিকমতো পায়নি তারা। সবাই মিলে টা'না তিন দিন হাঁটে তারা, জাতীয় সড়ক দিয়ে নয়, শর্টকা'টে যাওয়ার জন্যে বনজঙ্গলের মধ্যে দিয়েই হাঁ'টতে থাকে তারা। হাঁটতে হাঁটতে বাড়ি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে পথিমধ্যে প্রচ'ণ্ড পেট ব্য'থা শুরু হয় তার। ডিহা'ইড্রে'টেড অবস্থা এবং অপু'ষ্টির কারণে এক পর্যায়ে মৃত্যু হয় এই কিশোরীর। জীব'দ্দশায় বাড়ি ফিরতে গাড়ি না পেলেও মৃত্যু পর অ্যাম্বুলেন্সে করে তার বাড়ি ফে'রা হয়েছে।

কিশোরীর বাবা অন্দরম মাকদম জানিয়েছেন, তার মেয়ে গত ২ মাস ধ'রে তেলেঙ্গানায় কাজ করছিল। টা'না তিন দিন ধ'রে হাঁটার কারণে পথেই পেটে ব্য'থা ও বমি হয়ে মৃত্যু হয়েছে তার।

জেলা মেডিকেল অফিসার বি আর পূজারি জানিয়েছেন, ওই কিশোরীর করোনাভাইরাস হয়নি। তার শরীরের ন'মুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ধ'রা পড়েছে। তার শরীরে ইলে'ক্ট্রোলা'ইটের ভারসা'ম্যহীন'তায় দেখা গেছে।এই ঘটনায় রাজ্য সরকার মেয়েটির পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘো'ষণা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে