মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৬:৫১:৫১

প্রসব য'ন্ত্র'ণায় ছ'টফ'ট করছে স্ত্রী, স্বামী অন্য নারীর সঙ্গে বিছানায় ম'ত্ত!

প্রসব য'ন্ত্র'ণায় ছ'টফ'ট করছে স্ত্রী, স্বামী অন্য নারীর সঙ্গে বিছানায় ম'ত্ত!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা ৩০ বছর বয়সী ক্লোরাল ব্লির। পাঁচ বছর হয়েছে তার বিয়ে হয়েছে স্টিভেনের সঙ্গে। বিয়ের পর থেকেই স্টিভেনের আ'চ'রণে স'ন্দে'হ হতো ক্লোরালের। তবে কাউকে কিচ্ছুই বলেননি তিনি। এমনকি স্টিভেনকেও বুঝতে দেননি। তবে আর পারলেন না চে'পে রাখতে। 

নিজের ফেসবুক প্রোফাইলে লিখে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন কিভাবে দিনের পর দিন তার স্বামী ঠ'কিয়ে গিয়েছেন। ক্লোরাল লেখেন, তখন আমি প্রসব য'ন্ত্র'ণায় ছ'টফ'ট করছি। চিত্‍'কার করে আমার স্বামীকে ডাকছি। অনেক কষ্টে যখন বেডরুম থেকে উঠে এসে ড্রয়িং রুমে আসি, তখন দেখি বিছানায় এক নারীর সঙ্গেই স'ঙ্গ'মে ম'ত্ত আমার স্বামী স্টিভেন। চোখের ওপর এই দৃশ্য দেখে আমি অ'জ্ঞা'ন হয়ে গিয়েছিলাম। সে আমার সুন্দর একটি দিনকে সবচেয়ে খা'রা'প দিনে রূ'পা'ন্তর করে দিয়েছিল। 

ক্লোরাল বলেন, ''এর আগেও আমি অনেক প্রমাণ পেয়েছি। জেনে ছিলাম আমার স্বামী আমাকে লু'কিয়ে প্রায় ৩০ জনের সঙ্গে স'ঙ্গ'মে লি'প্ত হয়েছেন। সে একদিন আমার সঙ্গে বলেছেও যে ৩০ জন নারীর সঙ্গে স'ঙ্গ'মে লি'প্ত হয়েছে।'' সম্প্রতি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্লোরা। এর আগে তিনি আরো এক কন্যা সন্তানের জন্ম দেন। ক্লোরা স্টিভেনকে ডি'ভো'র্স দিয়ে একাই ছেলেকে বড় করছেন।

ক্লোরাল বলেন, যে মানুষ এতো জনের সঙ্গে এরকম কাজ করতে পারে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি। তবে স্টিভেন প্রায়ই সন্তানদের দেখতে যায়। স্টিভেন প্রায়ই সন্তানদের সঙ্গে দেখা করতে আসে। বাবা হিসেবে সে অনেক ভালো। কিন্তু স্বামী হিসেবে সবচেয়ে ভ'য়াব'হ। আমার স্বামীকে কখনই অন্য কোনো নারীর সঙ্গে শে'য়ার করতে চাই না। সূত্র: সান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে