মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ০৮:১৬:৫৯

সহকর্মীদের চুমু খেয়ে কাজে যোগ, বিতর্কের ঝড়

সহকর্মীদের চুমু খেয়ে কাজে যোগ, বিতর্কের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: দু'শ্চি'ন্তার দিন শেষ। দেশ করোনামু'ক্ত। স্বাভাবিক ছন্দে ফিরতে আর কোনও ভ'য় নেই। এই প্রমাণ দিতেই অদ্ভু'ত এক প্রতিযোগিতার আয়োজন করে বিত'র্কে জড়াল চীনের একটি কারখানা। নতুন করে কাজ শুরু করার আগে কর্মীরা পরস্পরকে চু'মু খেয়ে সেলিব্রেট করলেন!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। যেখানে বিশ্বের অধিকাংশ দেশই এখন করোনা যুযুতে ত্র'স্ত, সেখানে চীনের কারখানাটির এমন হুজু'গে অবাক অনেকেই। রীতিমতো প্রতিযোগিতা হচ্ছে চু'ম্বনের। মাঝে ফিনফিনে পাতলা কাচ। তারই দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরকে চু'মু দিচ্ছেন মহিলা ও পুরুষ।

সেলিব্রেশনের অদ্ভু'ত এই দৃ'শ্যের ভিডিও ছ'ড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। যা নিয়ে বিত'র্কও হচ্ছে বিস্তর।সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দে'খিয়ে যেভাবে পরস্পরের কাছে পৌঁছে গিয়েছেন তরুণ-তরুণীরা, তা মে'নে নিতে পারছেন না নেটদুনিয়ার বাসিন্দারা।

ভারতীয় সংবদাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, চীনের সুঝাওয়ের একটি আসবাবের কারখানা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দশটি জুটি অংশ নিয়েছে এই খেলায়। তাদের মধ্যে অনেকে আবার বিবাহিত। স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করেন কারখানায়। বাকিরা পছন্দ মতো সহকর্মী বে'ছে নিয়ে খেলায় মে'তে উঠেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ থেকে মাস্কটি গলার কাছে না'মিয়ে রেখে পাতলা কাচের ওপার থেকে এপারে দাঁড়ানো কর্মীর ঠোঁটে চু'মু দিচ্ছে অন্যজন। কাজে দীর্ঘদিনের বিরতির পর নতুন করে যোগ দেওয়ার আনন্দেই নাকি এই আয়োজন।

কারখানার মালিকের কথায়, “দীর্ঘদিন কাজের বাইরে থাকতে হয়েছে সবাইকে। মহামা'রির জে'রে প্রতিটা মুহূ'র্ত কে'টেছে দুশ্চি'ন্তায়। নিশ্চি'ন্ত হতে পারছিলেন না কেউ। সবার মুখে হাসি ফোটাতেই তাই এই আয়োজন। তবে ঝুঁ'কি এ'ড়াতে ওই পাতলা কাচটি রাখা হয়েছে। সেই কাচের দুদিকে দাঁড়িয়েই পরস্পরকে চুম্বন করেছেন তাঁরা।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে