১৯ কোটি মার্কিন ভোটারের গোপন তথ্য ফাঁস
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ১৯ কোটি ১০ লাখ ভোটারের গোপন তথ্য সংবলিত ডাটাবেজ ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত স্বতন্ত্র গবেষক চিরিস ভিকারি এ তথ্য দিয়েছেন। ডাটাবেজ তৈরিতে ভুলের কারণে এ সব তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানান তিনি।
প্রকাশিত তথ্যে ভোটারের পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ, কোন দলকে সমর্থন করেন এবং ইমেইল রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া, মার্কিন ভোটারদের চিহ্নিত করার জন্য ব্যবহৃত একক ভোটার আইডি’ও এতে রয়েছে। এ তালিকায় ওয়াশিংটন ডিসিসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের ভোটাররা রয়েছেন বলে জানা গেছে। পুরো ডাটাবেজ ডাউনলোড করতে একদিন লেগেছে বলে জানান ভিকারি।
ভিকারি বলেন, তথ্য ফাঁস হওয়া নিয়ে সচেতনতা তৈরির বিষয়ে কাজ করার সময়ে ভোটার ডাটাবেজ প্রকাশ হয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। অবশ্য এ তথ্য এরই মধ্যে অন্য কেউ হাতিয়ে নিয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেন নি ভিকারি।
তিনি বলেন, পেশাদার জালিয়াত বা দাগী অপরাধীরা চাইলে এ সব তথ্য তাদের কাজে ব্যবহার করতে পারবে। আগামী বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির ভোটার তালিকায় ফাঁস হওয়ার ঘটনা ঘটল। সূত্র: রেডিও তেহরান
২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�