আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জন ম্যাক ড্যানিয়েল করোনাকে রাজনৈতিক চাল বলে স'মালোচনা করেছিলেন। সেই সঙ্গে তিনি এই ভাইরাসটিকে নিয়ে বিদ্রূ'পও করেন। কিন্তু তিনিও রে'হাই পাননি করোনার হাত থেকে। গত সপ্তাহে মা'রণ ভাইরাস করোনার থা'বায় প্রা'ণ হারিয়েছেন ৬০ বছর বয়সী ড্যানিয়েল। তিনি দেশটির ওহিও অঙ্গরাজ্যের মারিওন নামক অঞ্চলের বাসিন্দা।
গত মাসে ড্যানিয়েল করোনা নিয়ে ব্যা'পক সমালোচনা করেন। করোনা পরিস্থিতিতে অঙ্গরাজ্যটির গভর্নরকে নিয়েও তিনি ক'ঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি করোনাভাইরাসকে রাজনৈতিক চাল বলে অভিহিত করেন। মা'রা যাওয়ার পর তার ফেসবুক আইডিটি মু'ছে মেলা হয়েছে। কিন্তু তার লেখার স্ক্রিনশট ছ'ড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মার্চের ১২ তারিখে তিনি করোনাকে নিয়ে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি এই মা'রণ ভাইরাসটিকে নিয়ে বিদ্রূ'প করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘‘উহান ফ্লু’: আমি উহান ফ্লুর থেকেও বেশি ভ'য় পাই একটি মাকড়সাকে। এটিই সত্য।”
মার্চের ১৩ তারিখ তিনি করোনাভাইরাসকে এক ধরনের রাজনৈতিক চাল বলে অভিহি'ত করেন। তিনি ফেসবুকে লেখেন, এই কভিড-১৯ রোগকে রাজনৈতিক চাল হিসেবে বলার জন্য কারো সাহস আছে? আমার আছে। পারলে আমাকে ভুল প্রমাণিত করুন।দুইদিন পর তিনি ওহিও অঙ্গরাজ্যের গভর্নরকে নিয়েও সমালোচনা করেন। করোনার সং'ক্র'মণ রু'খতে দোকান ও বার বন্ধ করে দেওয়ার কারণে তিনি গভর্নরকে নিয়ে সমালোচনা করেন।
তবে কেউ তাকে ভুল প্রমাণ করতে পারেননি। কিন্তু করোনা ঠিকই ভুল প্রমাণ করে দিয়েছে। করোনা আক্রা'ন্ত হয়ে কয়েকদিন পরই তিনি অঙ্গরাজ্যটির রিভা'রসাইড মেথো'ডিস্ট হাসপাতালে ভর্তি হন। এরপর এপ্রিলের ১৫ তারিখ সেখানে তার ক'রুণ মৃত্যু হয়। এই ঘ'টনার পর তার পরিবার সবাইকে সামাজিক দূরত্ব মে'নে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আর সবাইকে নিরাপদে থাকতেও বলেছেন তারা।