বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ১২:২১:২২

এশিয়ায় করোনার দ্বিতীয় ধা'ক্কা সামনে, সামলানো আরো ক'ঠিন হবে!

এশিয়ায় করোনার দ্বিতীয় ধা'ক্কা সামনে, সামলানো আরো ক'ঠিন হবে!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস সং'ক্র'মণে দ্বিতীয় ধা'ক্কার ঝুঁ'কিতে রয়েছে এশিয়া। এ অঞ্চলের দেশগুলোতে পরি'স্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিদেশে থাকা নাগরিক ও পর্যটকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। এ পদক্ষেপই দেশগুলোর জন্য কাল হতে পারে বলে হু'শিয়ারি দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া দীর্ঘদিন থাকা লকডাউন ল'ঙ্ঘ'ন করে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন, যা ঝুঁ'কি বাড়াচ্ছে।

জাপান, চীন, সিঙ্গাপুর, তাইওয়ান ও হংকংয়ের মতো দেশগুলোতে সং'ক্র'মণের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। বেইজিং করোনার দ্বিতীয় তরঙ্গের হু'মকি মো'কাবে'লায় সাড়ে তিন কোটি লোককে পুনরায় লকডাউন করতে বাধ্য হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে বিধিনিষে'ধ আরো'প করা হয়েছে।

কঠোর লকডাউন ব্যবস্থা শিথিল করার মাত্র কয়েক সপ্তাহ পরে চীনের রাজধানীতে সামাজিক দূরত্ব বাড়ানোর পদক্ষেপটির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ ভাইরাসটির দ্বিতীয় ধা'ক্কা সামলানোর হু'মকিতে রয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনে ভ্রমণ নিষে'ধা'জ্ঞার পরিবর্তন করার কোনও পরিক'ল্পনা নেই কারণ অস্ট্রেলিয়ার বৃহত্তম ব্যবসায়ী অংশীদার দেশটি করোনার দ্বিতীয় তরঙ্গের মো'কাবেলা করছে।

মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, চীনা কূটনীতিকরা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপের প্রায় এক ডজনেরও বেশি দেশের সাথে ভ্রমণ নিষে'ধা'জ্ঞা তুলে নেওয়া, প্রয়োজনীয় কর্মী প্রেরণ ও ব্যবসায়ীক কর্মকাণ্ড পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা শুরু করেছিলেন। তবে বেইজিংয়ের কূটনৈতিকপাড়ায় (যেখানে ১২টিরও বেশি দেশের দূতাবাস রয়েছে) কয়েকটি পরিবারের বেশ কয়েকজন সদস্য নতুন করে আক্রা'ন্ত হওয়ায় সেই সম্ভাবনা আপাতত আর নেই।

সাংহাইয়ে জনপ্রিয় একটি শপিং অঞ্চলকে লকডাউন করা হয়েছে এবং চেকপয়েন্টগুলি বাড়ানো হয়েছে। রাশিয়ান সীমান্তের নিকটবর্তী হাইলংজিয়াং প্রদেশের তিনটি অঞ্চলকেও মাঝারি ঝুঁ'কি হিসাবে ঘোষণা করা হয়েছে। সাংহাইয়ের পূর্ব চীন ইউনিভার্সিটির এশিয়া প্যাসিফিক স্টাডিজ সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর চেন হং বলেছেন, আরও সং'ক্র'মণ এড়া'তে অস্থায়ী পরিক'ল্পনা নিয়ে সত'র্কতা'মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বর্তমানে সবচেয়ে বড় চ্যা'লেঞ্জ হল প্রাদু'র্ভাবের দ্বিতীয় বা তৃতীয় তরঙ্গের ঝুঁ'কি। তিনি বলেছিলেন, যদিও ভাইরাসটির অনেকগুলি দিক এখনও অজানা রয়েছে, তবে আমরা এখন বুঝতে পারি যে এটি কীভাবে কাজ করে। এটি অবশ্যই একটি ভালো দিক। এবার প্রতিরো'ধমূলক ব্যবস্থার জন্য জনগণ আরও ভালভাবে প্রস্তুত রয়েছে যা কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে।'

সিঙ্গাপুর সিটি এবং জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হোক্কাইডোও এর আগে ভাইরাসের সং'ক্র'মণ কমার পর কিছুটা বিধিনিষে'ধ শিথিল করার পর এখন সং'ক্র'মণের দ্বিতীয় ধা'ক্কা সামলানোর প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে হোক্কাইডোতে নতুন করে ১৩০ জন আ'ক্রা'ন্ত হওয়ার পর ফের জ'রু'রি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ সং'ক্র'মণের রেকর্ড করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও নতুন করে বেড়েছে সং'ক্র'মণ। বিদেশী কর্মীদের ও ছাত্রাবাসের পরীক্ষার অস্ট্রেলিয়ায় সং'ক্র'মণের সংখ্যা আট হাজারেরও বেশি হয়েছে। সামাজিক যোগাযোগের নিষে'ধা'জ্ঞা শিথিল করার পর দেশটিতে হঠাৎ করে সং'ক্র'মণের সংখ্যা বেড়ে গেছে।

করোনা ভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠে'কাতে পারে। আপাতত একমাত্র উপায় হলো আ'ক্রা'ন্তদের সংস্পর্শ এড়িয়ে চলা। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে