আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা সং'ক্র'মণের আশ'ঙ্কা তৈরি হয়েছে। করোনার সং'ক্র'মণের ঝুঁ'কিও রয়েছে তার। কারণ গত সপ্তাহে পাকিস্তানের এক সমাজকর্মীর সং'স্প'র্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ফয়জল ইদহি নামের ওই সমাজকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই ইমরান খানেরও করোনা পরীক্ষা করা হতে পারে।
পাকিস্তানে ইদহি ফাইন্ডেশনের চেয়ারম্যান ফয়জল ইদহি কভিড-১৯ রোগে আক্রা'ন্ত হয়েছেন। প্রয়াত মানবাধিকার কর্মী আব্দুল সাত্তার ইদিহর ছেলে ফয়জলের করোনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবারই পজিটিভ এসেছে। ফয়জলের পুত্র সাদ ইদহি এবং ইহদি ফাইন্ডেশনের মুখপাত্র মোহাম্মদ বিলাল দুজনেই খবরের সত্যতা নি'শ্চিত করেছেন।
জানা যায়, গত ১৫ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান ফয়জল। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারপরেই তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিতে থাকে বলে জানিয়েছেন তার ছেলে সাদ ইদাহি। ''গত চার দিন হলো বাবার শরীরে করোনা সং'ক্র'মণের লক্ষণ দেখা যাচ্ছিল। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।'' এমনটাই বলেন ফয়জলের ছেলে সাদ।
তবে তার বাবা ইসলামাবাদেই রয়েছেন বলে জানা যাচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করছে, করোনা সং'ক্র'মণের শি'কার হওয়ার পরেও ফয়জল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি। ইসলামাবাদের ইহদি হোমে নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন তিনি। এদিকে, করোনা পরীক্ষার ফল পিজিটিভ আসার আগেই গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন ফয়জল।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার চেকও তুলে দেন তিনি। একটি ছবিতে দেখা যায়, এসময় তাদের কেউই কোনো ধ'রনের মাস্ক ও গ্লাভস পরেননি। তাদের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও মাস্ক ও গ্লাভস পরেননি। এরপর ফয়জলের করোনা সং'ক্র'মণের শি'কার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে দেশজুড়ে উদ্বে'গ তৈরি হয়েছে।