স্পর্শকাতর গোয়েন্দা রিপোর্টটি পাত্তা দেননি ওবামা
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনিয়র সেনা কর্মকর্তা ও গোয়েন্দাদের সতর্কতামূলক রিপোর্ট উপেক্ষা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব কর্মকর্তা ওবামাকে বলেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করলে চরমপন্থিরা যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা গ্রহণ করবে এবং সেখানে বিশৃঙ্খলা মারাত্মক আকার ধারণ করবে।
পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত মার্কিন সাংবদিক সেইমুর হার্শ ‘লন্ডন রিভিউ অব বুকস’ এ এই তথ্য দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি ‘লন্ডন রিভিউ অব বুকস’র এ সংখ্যা বের হবে। সেইমুর হার্শ জানান, “ওবামা বার বার পীড়াপীড়ি করেছেন যে, আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে এবং মধ্যপন্থি বিদ্রোহীরা তাকে পরাজিত করতে সক্ষম। এ বিষয়ে পেন্টাগনের জয়েন্ট স্টাফসহ বহু সিনিয়র কর্মকর্তা ওবামার সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।”
এ বিষয়ে সেইমুর হার্শ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ও জয়েন্ট চিফস অব স্টাফের দেয়া অত্যন্ত গোপন রিপোর্টের বরাত দিয়েছেন। ২০১৩ সালে দেয়া ওই রিপোর্টে হোয়াইট হাউজকে সতর্ক করে বলা হয়েছিল- আসাদকে ক্ষমতাচ্যুত করার পরিণত হবে খুবই মারাত্মক। আমেরিকার এ সাংবাদিক জানান, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন তাকে বলেছেন যে, ২০১২ ও ২০১৪ সালে বার বার বেসামরিক নেতৃত্বকে সিরিয়া বিষয়ক নীতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। কিন্তু সে সতর্কতা উপেক্ষা করে সিরিয়ার কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদেরকে অস্ত্র ও অর্থ দেয়া অব্যাহত রাখে ওবামা প্রশাসন।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে- এ কর্মসূচি বাস্তবায়নে তুরস্ককে বেছে নেয়া হয় এবং সিরিয়ার অত্যন্ত উগ্র গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও আন-নুসরা ফ্রন্টসহ সব সন্ত্রাসী গোষ্ঠীকে এ কর্মসূচির আওতায় আনার টার্গেট করা হয়।
এ সম্পর্কে সাংবাদিক সেইমুর হার্শ বলেন, মার্কিন প্রশাসনের ওই হিসাব ছিল ভুল এবং সিরিয়ায় আসলে মধ্যপন্থি বা উদারপন্থি বিদ্রোহী বলে কিছু নেই। সূত্র: রেডিও তেহরান
২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�