মার্কিন খ্রিস্টানরাও স্বীকার করলেণ ঈসা (আ.)-এর বিশেষ মর্যাদার কথা
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার একটি ওয়েব সাইটে পবিত্র কুরআন শরীফে উল্লেখিত হযরত ঈসা(আ.)’র মর্যাদার বিষয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে। খ্রিস্টানদের বড় দিন বা ক্রিসমাস উপলক্ষে ভক্স নামে আমেরিকার একটি ওয়েবসাইটে এ নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে পবিত্র কুরআনে হযরত ঈসা (আ.)'র বিশেষ মর্যাদার কথা তুলে ধরে বলা হয়েছে, মুসলমানদের কাছে ঈসা (আ.)'র বিশেষ মর্যাদা রয়েছে।
মার্কিন ওয়েব সাইটে প্রকাশিত ওই নিবন্ধে আরো এসেছে, মুসলমানরা হযরত ঈসা (আ.)'র জন্ম বার্ষিকী পালন করে না ঠিকই কিন্তু ইসলাম ধর্মে ঈসা (আ.)'র বিশেষ মর্যাদা রয়েছে এবং কুরআনে মরিয়ম ও জিবরাইল (আ.)'র কথাও উল্লেখ রয়েছে।
নিবন্ধে আরো বলা হয়েছে, মুসলমানরা বিশ্বাস করে ঈসা(আ.) আল্লাহর নবী বা বার্তাবাহক এবং তার মাতা মরিয়ম(সা.) হচ্ছেন একজন পবিত্র নারী। এমনকি পবিত্র কুরআনে মরিয়ম(সা.)এর ওপর একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে। মুসলমানরা এও বিশ্বাস করে কেয়ামতের আগে ঈসা(আ.) পৃথিবীতে এসে দজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করবেন যে বিষয়ে খ্রিস্টান সম্প্রদায়ও অবহিত আছে।
আমেরিকার ভক্স ওয়েব সাইটের নিবন্ধে আরো এসেছে, মুসলমানরা যখনই ঈসা নবীর নাম মুখে উচ্চারণ করে তখনই আলাইহিস্সালাম শব্দটিও উচ্চারণ করে যা কিনা সব নবীর ক্ষেত্রেই উচ্চারিত হয়ে থাকে। মুসলমানরা এও বিশ্বাস হযরত ঈসা (আ.) বেশ কিছু মুজেযা বা অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এর অন্যতম হচ্ছে তিনি অন্ধকে ভালো করে দিতেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সূত্র : রেডিও তেহরান
২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�