বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ০৫:৩৩:৪৯

করোনা নিরাময়ে আশার আলো, কাল থেকে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু!

করোনা নিরাময়ে আশার আলো, কাল থেকে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা যু'দ্ধে বড় পদক্ষেপ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে মানুষের শরীরে পরীক্ষা করে দেখা হবে ভ্যাকসিন। আশার আলো দেখাচ্ছেন অক্সফোর্ডের গবেষকরা। করোনাকে বিশ্ব থেকে ধুয়ে মুছে সাফ করতে দরকার ভ্যাকসিন। সেই ভ্যাকসিন তৈরির পথে আশার আলো দেখাচ্ছেন অক্সফোর্ডের গবেষকরা।বৃহস্পতিবার থেকে মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু৷

প্রথমে সুস্থ, স্বাস্থ্যবান তরুণের শরীরে পরীক্ষা করা হবে৷ তারপর ধাপে ধাপে বিভিন্ন বয়সের মানুষের শরীরে৷ মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ৫০০ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে৷ পরীক্ষায় সাফল্য মিললে আরও অন্তত এক হাজার জন ব্যক্তির শরীরে পরীক্ষা করা হবে৷ 

অক্সফোর্ডের বিজ্ঞানীদের বিশ্বাস, এই গবেষণায় সাফল্য মিলবেই৷ সেপ্টেম্বরের মধ্যেই অন্তত ১০ লক্ষ ভ্যাকসিন তৈরি করা যাবে বলে মনে করা হচ্ছে৷ করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে গবেষণা চালাচ্ছে লন্ডনের ইমপিরিয়াল কলেজও৷ অক্সফোর্ড ও ইমপিরিয়াল কলেজকে গবেষণার কাজে প্রায় সাড়ে চার কোটি পাউন্ড অর্থ সাহায্য দিচ্ছে ব্রিটেন সরকার৷

শুধুমাত্র ব্রিটেনই নয়, করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিশ্ব জু়ড়েই কোমর বেঁধে নেমেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, প্রায় ৭০টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে৷ এর মধ্যে ১৮ শতাংশ গবেষণার কাজ হচ্ছে চীনে৷ ১৮ শতাংশ এশিয়া ও অস্ট্রেলিয়ায়৷ ১৮ শতাংশ ইউরোপে৷ বাকি ৪৬ শতাংশ গবেষণা হচ্ছে উত্তর আমেরিকায়৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে