আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ভারতের মহারাষ্ট্রের পালঘরে এমন একটি ন্যা'ক্কা'রজনক ঘ'টনা ঘ'টে যা দেখে আত'ঙ্কে শিউরে ওঠে ভারতের মানুষ। দুই সাধু ও তাদের গাড়ির চালককে রী'তিম'তো পি'টিয়ে মে'রে ফেলে উত্তে'জিত জনতা। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় বিদ্বে'ষের রূ'পে দেখছিলেন। কথা উঠেছিল, সাধুদের পি'টিয়ে মা'রার ঘটনার পিছনে থাকতে পারে মুসলমানদের হাত।
কিন্তু বুধবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্টভাবে জানিয়ে দেন যে, গত সপ্তাহে মহারাষ্ট্রের পালঘর জেলায় তিন ব্যক্তিকে গ'ণপি'টুনি দিয়ে মে'রে ফেলার ঘটনায় এখনও পর্যন্ত যে ১০১ জনকে গ্রেফ'তার করা হয়েছে, তাদের মধ্যে কেউই মুসলিম সম্প্রদায়ের নয়। এই ঘটনাকে সাম্প্র'দায়িক রং দেওয়া উচিত নয়। যারা মা'রা গিয়েছেন ও যারা আ'ক্র'মণ করেছে, তারা সকলেই একই ধর্মালম্বী বলেও তিনি জানান।
গোটা ঘটনাটির তদ'ন্তে নেমেছে মহারাষ্ট্র সিআইডির অ'পরা'ধ দ'ম'ন তদ'ন্ত বিভাগ। অনিল দেশমুখ বলেন, "এখনও পর্যন্ত ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমি আপনাদের জানাই যে যাদের গ্রে'ফ'তার করা হয়েছে তাদের কেউই মুসলিম নয়। সুতরাং এই ঘটনাকে সাম্প্র'দায়িক রঙ দেবেন না।"
করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের কারণে সামাজিক দূরত্ব ব'জা'য় রাখতে ফেসবুকের মাধ্যমে এই বিবৃতি দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ 'মুঙ্গেরিলাল কে হাসিন সপনে' দেখছেন। এখন রাজনীতি করার সময় নয়, বরং সম্মিলিতভাবে করোনা ভাইরাস বি'রু'দ্ধে লড়া'ই করার সময়।"
চলতি মাসের ১৬ তারিখে রাতে সিলভাসা যাওয়ার পথে স্থানীয়দের হাতে মৃ'ত্যু হয় দুই সাধু ও তাদের গাড়ির চালকের। এই ঘটনার পরেই বিবৃতি দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানান, গ্রামবাসীরা এলাকায় চোর ঢুকে পড়ার মতো গু'জব শুনে উত্তে'জিত ছিল। তারপরেই ভুল করে ওই ৩ ব্যক্তিকে অ'পরা'ধী মনে করে তাদের উপরে চড়াও হয় তারা। উদ্ধব ঠাকরে সকলের কাছে আর্জি জানিয়ে বলেন, ''বিষয়টিকে সা'ম্প্র'দায়িক করে তুলবেন না। এর মধ্যে কোনও সা'ম্প্র'দায়িক সূত্র নেই।''
জানা গেছে, উত্তে'জিত জনতাকে থামাতে গেলে পুলিশকেও আ'ক্র'মণ করে তারা। একটি ভিডিওতে দেখা গেছে গ্রামবাসীরা একটি পুলিশ গাড়িতে ভা'ঙ'চুর চালাচ্ছে। পুলিশ বলেছে যে উপন্যাসের করোনা ভাইরাসটি প্রচারের চেইনটি ভা'ঙতে লকডাউনের সুযোগ নিয়ে চোরেরা গু’জব ছড়িয়েছিল।
জেলা কালেক্টর কৈলাশ সিন্ধের মতে, পাড়া থেকে শিশুদের অ'পহ'রণের গু'জ'বও ছিল। গ'ণপি'টুনির ঘটনায় মা'রা যান ৭০ বছরের মহন্ত চিকনে মহারাজ ও ৩৫ বছরের সাধু সুশীলগিরি মহারাজ এবং তাদের গাড়ির চালক ৩০ বছরের নীলেশ তেলগাদে। সূত্র : এনডিটিভি