বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ০৬:১১:০৩

করোনা পরীক্ষার জন্য গেলে স্বাস্থ্যকর্মীদের পাথর ছুড়ে মা'রছে মানুষ!

করোনা পরীক্ষার জন্য গেলে স্বাস্থ্যকর্মীদের পাথর ছুড়ে মা'রছে মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক : ''করোনা ভাইরাসের বি'রু'দ্ধে লড়া'ইয়ে চিকিৎসা কর্মী ও পুলিশ কর্মীদের পাশে না দাঁড়িয়ে অনেকেই তাদের বিরো'ধিতায় নেমেছেন। মানুষকে সাহায্য করতে এসে মানুষেরই উষ্মার মুখে পড়তে হচ্ছে তাদের। বহু জায়গায় চিকিৎসক কিংবা সমীক্ষা করতে আসা দলকে জনতার ক্ষোভের মোকাবিলা করতে হচ্ছে। একই অবস্থা আশা কর্মীদেরও। 

সংবাদ সংস্থা এএনআইকে ভারতের নাগপুরের আশা কর্মীরা জানাচ্ছেন, কীভাবে লোকের ঘরে ঘরে গিয়ে সমীক্ষা ও দেখাশোনার সময় বি'প'দে পড়তে হয় তাদের। ক্রু'দ্ধ জনতা তাদের উদ্দেশে পাথর ছুড়ে মা'রছেন। স্বাস্থ্যকর্মী ঊষা ঠাকুর জানাচ্ছেন, ''যখন আমরা সমীক্ষার জন্য যাই, তখন লোকে আমাদের পাথর ছু'ড়ে মা'রে। গা'লাগা'লি দেয়। প্রশ্ন তোলে, আপনারা আমাদের বাড়িতে কেন এসেছেন? আমরা বোঝানোর চেষ্টা করি, আমরা সকলের ভালোর জন্যই কাজ করছি। আপনারা আমাদের কেবল তথ্য দিন। আর আমরা কিছু চাই না আপনাদের থেকে।'' 

কেবল নাগপুর নয়, দেশের নানা প্রান্তেই এমন ঘটনার কথা জানা গিয়েছে। ইন্দোরের বিনোবা নগরে প্রতিবেশীদের সঙ্গে হওয়া বিরোধের পরে স্বাস্থ্য বিভাগের এক দলের উপরে হা'মলা চালায় এক যুবক। মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে সে। চড় মা'রে এক কর্মীকে। পরে মোবাইল কেড়ে নিয়ে ভেঙেও দেয়। তারপর ছুরি হাতে চড়াও হয় প্রতিবেশীদের উপরে। বিহারের দারভাঙ্গা জেলার ভলপট্টি গ্রামেও আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সমীক্ষা করতে এসে নি'গ্রহের শি'কার হন। এক যুবক একজন আশা কর্মীর শাড়িও ছিঁড়ে দেয়। 

এদিকে মীরাটে এক চিকিৎসককে মা'রধ'রের ঘটনা ঘটেছে। মেডিক্যাল কলেজে কর্মরত ওই চিকিৎসককে করোনার সং'ক্র'মণ ছড়ানোর আশ'ঙ্কায় প্র'ব'ল মা'রধ'র করা হয়। তিনি হাতে গু'রু'তর চো'ট পেয়েছেন। মুরাদাবাদে এক স'ন্দে'হজনক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। সেই সময় সেই দলের উপরে চ'ড়াও হয় একদল দু'ষ্কৃ'তী। কেবল তাঁদেরই নয়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকেও নি'গ্র'হের শি'কার হতে হয়। বহু মানুষ আহ'ত হন ওই ঘটনায়। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে