আন্তর্জাতিক ডেস্ক : পু'রো বিশ্বকে না'স্তানাবু'দ করা করোনা ভাইরাসের ভ্যা'কসিন আবিষ্কারের হি'মশি'ম খা'চ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা। অনেক দেশ নিজেদের আবিষ্কার করা ভ্যাকসিনে ব্য'র্থ হয়েছেন। এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেকে চেষ্টা অব্যাহ'ত রেখেছেন।
তবে এবার সুখবর দিলেন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা দাবি করেন, কভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারের পথে তারা অনেকটাই হেঁটেছেন। তারা এমন একটি ভ্যা'কসিন তৈরি করতে চ'লেছেন যেটা কেবলমাত্র নাকে স্পে' করলেই হবে। করোনা ধা'রে কাছেও ঘেঁ'ষতে পারবে না।
নতুন এই ভ্যা'কসিন ডিএনএ-ভিত্তিক ভ্যাকসিন। এটা শরীরে ই'নজেক'শনের মাধ্যমে প্রয়ো'গ করতে হবে না। নাকে স্পে করলেই কা'র্যকর হবে। যদিও তারা এখনই করোনভাইরাসের ভ্যা'কসিন তৈরির দাবি করছেন না। কেননা, এটা এখনো চূড়া'ন্তভাবে প্রস্তুত হয়নি। তবে গবেষকদল আশাবাদী।
তিনটি দলে বিভ'ক্ত হয়ে ভ্যাকসিনটি তৈরি কাজ চলছে। ঠিক কবে নাগাদ এই ভ্যাকসিন বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ততক্ষণ পর্যন্ত করোনার চিকিৎসায় হা'ইড্রক্সি'ক্লোরো'ইনের উপর ভ'রসা করতেই হচ্ছে।
গবেষকরা বলেন, তারা করোনা ভাইরাসের ডি'এনএ গবেষণা করে তার ভিত্তিতেই এই ভ্যা'কসিন তৈরি করছেন। নাকে এই ভ্যা'কসিন স্প্রে' করার সঙ্গে সঙ্গে সেটা শ্বা'সনা'লী দিয়ে ফু'সফু'সে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে করোন ভাইরাসের বিরু'দ্ধে রোগপ্রতিরো'ধ ক্ষ'মতা সক্রি'য় হয়ে উঠবে। কা'র্যকরী হয়ে উঠবে ভ্যা'কসিন।