আন্তর্জাতিক ডেস্ক : অ'বরু'দ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের করোনা ভাইরাস পরীক্ষায় ইসরায়েলি সেনাবাহিনীর উদ্যোগটি বা'তিল করে দিয়েছে দেশটির প্রতির'ক্ষা মন্ত্রণালয়। বুধবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। সম্প্রতি প্রতিদিন গাজা উপত্যকার ৫০ জনের নমুনা পরীক্ষার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
দু'দিনে ১০০ জনের নমুনা সংগ্রহও করেছিল তারা। ডেইলি মারিব জানিয়েছে, ইসরায়েল সরকার সেনাবাহিনীর সেই উদ্যোগ বা'তিল করে দিয়েছে। ইসরায়েলি প্রতির'ক্ষামন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, যোগাযোগে ঘা'টতির কারণে তিনিও গাজায় করোনা টেস্টের বিষয়ে কিছুই জানতেন না।
সম্প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষ সত'র্ক করে জানিয়েছিল, গাজা উপত্যকায় করোনা সং'ক্র'মণ ইসরায়েলের জন্যেও মা'রা'ত্মক হু'মকি হয়ে উঠতে পারে। গত ১৪ বছর ধ'রে অ'বরু'দ্ধ এ অঞ্চলটিতে এ পর্যন্ত ১৭ জনের শরীরে প্রা'ণঘা'তী এই ভাইরাস শনা'ক্ত হয়েছে। গাজায় বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি