মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০১:৫০:৫২

পুলিশ কর্মকর্তার গুলিতে তিন সহকর্মী নিহত

পুলিশ কর্মকর্তার গুলিতে তিন সহকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : একজন পুলিশ কর্মকর্তা গুলি করে তিনজন সহকর্মীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন। পুয়ের্তো রিকোর পোন্স শহরের পুলিশ ভবনে সোমবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষা জানিয়েছে। সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা গুয়ারিওনেক্স ক্যান্ডেলারিও রিভেরা তখন দায়িত্বরত ছিলেন। এ সময় তিনি পুলিশ কমান্ডার ফ্রাঙ্ক রোমান রদ্রিগুয়েজের কক্ষে ঢুকে তার সাথে কথা বলতে চেষ্টা করেন। রদ্রিগুয়েজ তাৎক্ষণিকভাবে রিভেরাকে সময় দিতে ব্যর্থ হলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠে বলে জানান পুয়ের্তো রিকো পুলিশের মুখপাত্র অ্যাক্সেল ভ্যালেন্সিয়া। এরপর রিভেরা রদ্রিগুয়েজ, লেফটেন্যান্ট লুজ সটো সেগারা এবং এজেন্ট রোসারিও হার্নান্দেজ ডি হয়োজকে গুলি করে হত্যা করেন। ওয়াশিংটন পোস্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, রিভেরা ওই তিন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করেন। তিনি যখন গুলি চালান তখও তার সাথে জিম্মি সংকট নিয়ে আলোচনা চলছিল। তবে ভ্যালেন্সিয়া বলেন, এটা জিম্মি পরিস্থিতি ছিল কিনা তা বলার সময় এখনো আসেনি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। সূত্র: রয়টার্স ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে