বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১০:৪৬:২৩

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠল এক মাসের শিশু

 করোনাকে হারিয়ে  সুস্থ হয়ে উঠল এক মাসের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব জুড়ে চলছে করোনা তা'ণ্ডব। ছোট থেকে বড় কেউই বাদ যাচ্ছে না করোনার ছ'বল থেকে। এরই মধ্যে থাইল্যান্ডে ১ মাসের এক শিশু  প্রাণঘা'তী করোনো থেকে সুস্থ হয়ে উঠেছে। করোনার সাথে ল'ড়াই করে জয়ী হয়েছে এই নবজাতক। 

আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স জানায় চিকিৎসকরা অ্যান্টিভাইরাল ওষুথ ব্যবহার করেছে শিশুর চিকিৎসায়। চিকিৎসক বলছে, শিশুটিকে ১০ দিনে টানা ওষুধের উপর রেখে  তিন থেকে পাঁচদিন পর পর চেক আপ করা হয়েছে। শিশুর মেডিক্যাল এক্সেরে দেখলেই বোঝা যায় পর্যায়ক্রমে কিভাবে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। থাইল্যান্ডে এখন পর্যন্ত ২ হাজার ৮২৬ জন করোনায় আক্রা'ন্ত হয়েছে। প্রাণহা'নি হয়েছে ৪৯ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে