মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০২:০৬:২৩

বিশ্ব কাঁদানো সেই আয়লানের আত্মীয়রা এখন কানাডায়

বিশ্ব কাঁদানো সেই আয়লানের আত্মীয়রা এখন কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উপকূল থেকে উদ্ধার হওয়া সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দি আত্মীয়রা কানাডায়। সেখানেই নতুন জীবন শুরু করবেন তারা। আয়ানের নিথর ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেলে শোকে নিস্তব্ধ হয় গোটা বিশ্ব। সামনে চলে আসে শরণার্থী সংকটের বিষয়টি। মোহাম্মদ কুর্দি, তার স্ত্রী ও তাদের পাঁচ সন্তান সোমবার শরণার্থী হিসেবে কানাডা পৌঁছান। তাদের স্পন্সর হয়েছেন মোহাম্মদের বোন টিমা কুর্দি। ভ্যানকুভার বিমানবন্দরে আয়লানের আত্মীয়রা পৌঁছলে চোখের জলে তাদের স্বাগত জানান টিমা কুর্দি। আরবিতে কথা বলা মোহাম্মদ কুর্দি বোনের মাধ্যমে কানাডার নাগরিক ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাদের স্বপ্নকে সত্যি করার জন্য। তিনি ইংরেজিতে বলেন, ‘আমি খুশি, খুব খুশি।’ এসময় তাদের ঘিরে রিপোর্টারদের ভীড় জমে যায়। তার কিশোর ছেলে শেরগো স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে আশাবাদী। তাদের চোখে নতুন জীবন শুরু করার স্বপ্ন। পরিবারটির এক বছরের দুঃস্বপ্ন শেষে এ পুনর্মিলন ঘটলো। গত সেপ্টেম্বরে টিমা ও মোহাম্মদের তিন বছর বয়সী ভাইপো আয়লান কুর্দি তার মা ও পাঁচ বছর বয়সী ভাইয়ের সঙ্গে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে ডুবে মারা যায়। উপকূলে পড়ে থাকা আয়লানের মৃতদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে সারাবিশ্বে সমালোচনার ঝড় ওঠে। মর্মান্তিক এ ঘটনার পর আয়লানের বাবা আব্দুল্লাহ কুর্দি জানিয়েছিলেন, পরিবার নিয়ে কানাডায় বোন টিমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এরপর থেকে আব্দুল্লাহ ইরাকের কুর্দিস্তান এলাকায় বসবাস করছেন, কানাডা আসার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছে। টিমা জানান, তিনি চান আব্দুল্লাহ কানাডা আসেন। বলেন, আমরা সবাই চাই তিনি আমাদের সঙ্গে এখানে থাকেন। টিমা কুর্দি বলেন, কানাডার জনগণকে ধন্যবাদ। শরণার্থীদের জন্য দ্বার খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সূত্র: দ্য গার্ডিয়ান ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে