বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ০৪:১৩:২৫

করোনা দীর্ঘদিনের অতিথি, তাড়াহুড়ো করে লকডাউন তুলবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা দীর্ঘদিনের অতিথি, তাড়াহুড়ো করে লকডাউন তুলবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : সহজে বিদায় নেওয়ার মতো ভাইরাস নয় করোনা। দীর্ঘদিন এর বি'রু'দ্ধে লড়া'ই করেই বাঁচতে হবে। ফের আ'শ'ঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মতে, বিশ্বব্যাপী লকডাউনের জে'রে বহু দেশেই সং'ক্র'মণের গতি কমানো গিয়েছে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। লকডাউন তুললে ফের বি'প'জ্জ'নক পর্যায়ে চলে যেতে পারে সং'ক্র'মণের গতি।

তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রা'ন্ত দেশগুলিকে আগেই সত'র্কবা'র্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার আরও বি'প'জ্জনক ইঙ্গিত দিলেন সংস্থাটির প্রধান টেডরোজ আধানম গেবিয়াসেস। তিনি বলছেন, ''কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়া'ই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।''

গেবিয়াসেসের মতে, বেশ কিছু দেশ যে সামাজিক দুরত্বের বিধি তৈরি করেছে তা কাজে আসছে। অনেক দেশেই সং'ক্র'মণের গতি কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু তা বলে সামাজিক দুরত্ব ভুলে গেলে চলবে না। তিনি বলেন, ''সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে বসে থাকতে হচ্ছে। এতে অনেক মানুষ স্বাভাবিকভাবেই বির'ক্ত। তারা উপার্জনের জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী আর আগের পরি'স্থিতিতে ফিরে যেতে পারবে না। নতুন এই পরি'স্থিতিকেই স্বাভাবিক ধ'রে নিয়ে এগোতে হবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে