বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ০৮:৫২:১৪

কোয়ারেন্টাইন থেকে দেয়াল টপকে পা'লিয়ে বা'রে গিয়ে ম'দ পান

কোয়ারেন্টাইন থেকে দেয়াল টপকে পা'লিয়ে বা'রে গিয়ে ম'দ পান

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির একটি কোয়ারেন্টাইন সেন্টারের দেয়াল ট'পকে পা'লিয়েছিলেন দুজন। শেষ পর্যন্ত তাদের পাওয়া গেছে একটি বা'রে। সেখানে সামাজিক দূরত্বের নিয়ম ভ'ঙ্গ করেই ম'দ পান করছিলেন তারা। সম্প্রতি কেনিয়া মেডিকেল ট্রে'নিং কলেজের কোয়ারেন্টাইন সেন্টার থেকে দেয়াল টপকে পা'লিয়েছিলেন করোনায় আক্রা'ন্ত স'ন্দে'হে রাখা প্রায় ৫০ জন। এই দুজনও তাদের মধ্যে ছিলেন। 

দেয়াল ট'পকে পা'লিয়ে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছ'ড়িয়ে পড়লে ব্যা'পক সমালো'চনা শুরু হয়। গ্রেপ্তারের পর ওই দুজন পুলিশকে জানিয়েছেন, তারা করোনা পরীক্ষা করাতে চাচ্ছিলেন না। এ কারণে পা'লিয়েছেন। কেনিয়ায় চার শতাধিক ব্যক্তিকে জো'র করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কাউকে কার'ফিউ ল'ঙ্ঘনের অ'ভিযো'গে, আবার কাউকে বিদেশ থেকে ফেরার পর আ'টক করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকদের অ'ভিযো'গ, সেন্টারের ভেতরের পরিবেশ নোংরা এবং অতিরিক্ত লোকের কারণে এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই যারা আক্রা'ন্ত হয়নি, তারাও আক্রা'ন্তের ঝুঁ'কিতে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে