বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১০:৫২:০৯

রমজান মাসের চাঁদ দেখা গেছে, শুক্রবার থেকে সৌদি আরবে রোজা

রমজান মাসের চাঁদ দেখা গেছে, শুক্রবার থেকে সৌদি আরবে রোজা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশটিতে সিয়াম সাধনা শুরু হবে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নি'শ্চিত করা হয়েছে। সৌদি আরবের হিসেবে বাংলাদেশে আগামী শনিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শুক্রবার থেকে রোজা রাখবে মাদারীপুরের ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। এসব লোকজন হযরত সুরেশ্বরী (রা.)-এর ভক্ত-অ'নুসারী। বিষয়টি নি'শ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে