বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১১:০১:৫৯

করোনা টেস্টে ইমরান খানের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি

করোনা টেস্টে ইমরান খানের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার তার করোনা টেস্ট করার পর পরীক্ষার ফলাফলে এ রিপোর্ট পাওয়া যায়। ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. ফেরদৌস আশিক আওয়ান এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় ড. ফেরদৌস আশিক আওয়ান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের আজ করোনা ভাইরাস (সার্স-সিওভি-২) টেস্ট করা হয়। পলিমারেজ চেইন রিঅ্যা'কশনের (পিসিআর) মাধ্যমে তার টেস্ট করা হয়। আমি খুশি যে রিপোর্ট নেগে'টিভ এসেছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, একজন কোভিড-১৯ রো'গীর সং'স্প'র্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে