আন্তর্জাতিক ডেস্ক : করোনা সং'ক্র'মণের ত্র'স্ত গোটা বিশ্ব। এক অজানা শ'ত্রুর বি'রু'দ্ধে লড়া'ই করে চলেছে ভারতসহ গোটা বিশ্ব। ইতিমধ্যে মা'র'ণ জীবাণু প্রাণ কেড়েছে বিশ্বের ১ লক্ষ ৮৪ হাজারেরও বেশি মানুষের। সং'ক্র'মণ ছড়িয়েছে ২৬ লক্ষেরও বেশি মানুষের শরীরে। চীন, ইউরোপের পর করোনা সং'ক্র'মণের ভরকেন্দ্র এখন আমেরিকা। মৃ'ত্যুর নিরিখে রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনার বলি ৪৭ হাজার ছাড়িয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে ভারতেও ক্র'মশ দা'পট বাড়াচ্ছে এই ভাইরাস। ভারতে আ'ক্রা'ন্তের সংখ্যা ২১,৩৯৩। মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬। সুস্থ হয়েছেন ৪২৫৭ জন। হ'টস্প'ট হিসেবে চি'হ্নিত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় নতুন করে সং'ক্র'মণের খবর না মেলায় কিছুটা স্ব'স্তি। পশ্চিমবঙ্গেও মা'রণ জীবাণু প্রা'ণ কে'ড়েছে ১৫ জনের। আ'ক্রা'ন্তের সংখ্যা ৩৩৪। তারই মধ্যে চ'রমে কেন্দ্র-রাজ্য সং'ঘা'ত।
ভারতের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফরে নিয়ে ক্ষো'ভ প্রকাশ করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। পালটা অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে ক'ড়া ভাষায় চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। এদিকে রাত সাড়ে আটটার দিকে ভারতের তৃতীয় রাজ্য হিসাবে করোনা মুক্ত ঘোষণা করা হলো বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরাকে। এর আগে গোয়া এবং মণিপুরকে 'করোনামুক্ত রাজ্য' হিসেবে ঘোষণা করেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রীরা। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও একই ঘোষণা করলেন।