আন্তর্জাতিক ডেস্ক : 'সাত বছরের প্রাচুর্য্যের পর ভ'য়াব'হ দু'র্ভি'ক্ষ নে'মেছিল প্রাচীন মিশরে। একমুঠো অন্নের জন্য ক্ষু'ধা'র্ত জ'নস্রো'ত ছু'টে গিয়েছিল সর্বশক্তিমান ফারাওয়ের প্রাসাদে। তবে সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। শেষে ত্রাতার ভূমিকা নিয়ে মিশরীয়দের প্রাণ বাঁ'চিয়েছিলেন ঈশ্বরের দূত জোসেফ।'
বাইবেলের এই কাহিনী প্রায় সবারই জানা। ওল্ড টে'স্টামেন্টে ওই দু'র্ভি'ক্ষের বর্ণনা পড়লে আজও গায়ে কাঁ'টা দেয়। এবার তেমনই বি'প'দ ডে'কে আনতে চলেছে করোনা ভাইরাস। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানিয়েছে, করোনা মহামা'রি শেষ হলেই বিশ্ববাসীর জন্য অপেক্ষা করছে ভ'য়াব'হ দু'র্ভি'ক্ষ৷ এরই মধ্যে বিশ্বের একটা বড় অংশে খাদ্যাভাব শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই তা দু'র্ভি'ক্ষের আ'কার নেবে৷ আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে এরই মধ্যেই দু'র্ভি'ক্ষ শুরু হয়ে গেছে৷
অবিল'ম্বে পদক্ষে'প না করলে ভ'য়াব'হ দু'র্ভি'ক্ষের সা'ক্ষী থাকবে বিশ্ববাসী৷ বহু মানুষ না খেতে পেয়ে মা'রা যাবে৷ জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (এফএও)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলের বলেন, 'দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পর থেকে এবারই মানব সভ্যতা সবচেয়ে খা'রাপ পরি'স্থিতির স'ম্মুখীন হয়েছে৷ সিরিয়া, ইয়েমেনসহ একাধিক দেশে যু'দ্ধ, আফ্রিকায় প'ঙ্গপালের হা'না। লেবানন, কঙ্গো, সুদান ও ইথিওপিয়ায় একের পর এক প্রাকৃতি দুর্যো'গ ও অ'র্থনৈ'তিক ম'ন্দা, তার সঙ্গে করোনা মহামা'রি বিশ্বকে দু'র্ভি'ক্ষের মুখে ঠে'লে দিচ্ছে৷'
তিনি আরও জানান, বিশ্বে প্রায় ৮৩ কোটি মানুষ রাতে চ'র'ম ক্ষু'ধার জ্বা'লা নিয়ে ঘুমাতে যায়৷ সাড়ে ১৩ কোটি মানুষ প্রায় খেতেই পাচ্ছে না৷ করোনার জে'রে ২০২০ সালের শেষে আরো ১৩ কোটি মানুষ দু'র্ভি'ক্ষের ক'বলে পড়বে৷ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ১০ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে৷ ৩ কোটি মানুষ তো এই প্রকল্পের উপরেই বেঁ'চে আছে৷
উল্লেখ্য, কয়েকদিন আগে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছিলেন ডেভিড বিসলে স্বয়ং। তবে মা'রণ রোগকে হা'রিয়ে ফে'র ল'ড়াইয়ে নে'মেছেন তিনি। তার এমন স'ত'র্কবার্তায় রীতিমতো অশ'নিসং'কেত দেখছেন বিশেষজ্ঞরা। এমনিতেই লকডাউনের জে'রে ব্যবসা-বাণিজ্য লা'টে উঠেছে। ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও পরিযায়ী শ্রমিকরা অথৈ জলে। একধা'ক্কায় তলানিতে ঠে'কেছে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধির হা'র। ফলে এখনই পরি'স্থিতি সা'মাল দিতে পদক্ষে'প না নিলে দু'র্ভিক্ষ থা'মনো যাবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সূত্র : সংবাদ প্রতিদিন।