আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিষা'ক্ত ছো'বলে এখন পর্যন্ত আ'ক্রা'ন্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। প্রতি মুহূর্তে বাড়ছে আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা। সারা ভারতের মতো করোনার সঙ্গে লড়া'ই করছে জম্মু-কাশ্মীরও। বুধবার সেখানে আরও ২৭টি নতুন করোনা আ'ক্রা'ন্তের খবর পাওয়া যায়। যার ফলে এই অঞ্চলে মোট আ'ক্রা'ন্তের ঘটনা বেড়ে ৪৪০ হয়েছে।
যু'দ্ধকালীন তৎপরতার সঙ্গে পরি'স্থিতি মো'কাবিলা করছে প্রশাসন। এই পরি'স্থিতিতে বুধবার উত্তর কাশ্মীরের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদ'র্শন করেন রাজ্য পুলিশের প্রধান। বিশেষত, মণিগামে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে যে কোয়ারেন্টাইন সেন্টারটি রয়েছে সেটির অবস্থা বিশেষভাবে খতিয়ে দেখেন তিনি।
কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে সুযোগ সুবিধা প'র্যালো'চনার পাশাপাশি নিরা'পত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পরিদর্শন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলবাগ সিং বলেন, 'এতদিন পাকিস্তান জ'ঙ্গি রফতানি করত। এখন তারা করোনা আ'ক্রা'ন্ত রো'গীদের এদেশে ঢোকানোর চক্রা'ন্ত করছে বলে আমাদের কাছে খবর এসেছে।''
তিনি বলেন, ''এই ভাবে তারা কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে এই মা'রণ ভাইরাসের সং'ক্র'মণ ঘটাতে চায়। গোটা বিষয়টি চূড়া'ন্ত উ'দ্বে'গজনক।'' এই বিষয়ে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে স'ত'র্ক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।