সিরিয়ার জন্য ৭৮০ কোটি টাকা দান ব্রিটিশ দম্পতির
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দুটি দাতব্য প্রতিষ্ঠানকে ১ মিলিয়ন ডলার বা ৭৮০ কোটি টাকা দান করেছেন ব্রিটিশ কৌতুক অভিনেতা সাচা ব্যারন কোহেন ও তার অস্ট্রেলিয়ান স্ত্রী হলিউড অভিনেত্রী ইসলা ফিশার।
এই অর্থের মধ্য ৫ লাখ ডলার ব্যয় হবে উত্তর সিরিয়ায় হাম রোগের হাত থেকে শিশুদের প্রতিষেধকের জন্য এবং যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পরিচালিত আন্তর্জাতিক উদ্ধার কমিটির কর্মকান্ডে। এ তহবিল সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয় ও স্যানিটেশনে ব্যয় করা হবে।
সাচা ব্যারন কোহেন নব্বই দশকের শেষ দিকে কমিক চরিত্র আলি জি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। কাজাক সাংবাদিক বোরাট সাগদিয়েভ ব্যঙ্গ চরিত্রে অভিনয়ের জন্যও তিনি পরিচিত।
সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে ২০১১ সাল থেকে বিদ্রোহের পর এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। আরও প্রায় ১১ মিলিয়ন লোক গৃহহারা হয়েছে।
মিলিব্যান্ড জানান, যারা আটকা পড়ে আছেন তারা ‘সন্ত্রাসের শিকার’। তিনি বলেন, সাচা ও ইসলার এ দান মানবতার বড় প্রকাশ এবং ভুক্তভোগীদের জন্য কিছু করার চ্যালেঞ্জ। আমি আশা করি বড়দিন ও নিউ ইয়ারের সময়ে যারা ভিন্ন কিছু করতে চান তাদের এটা একটা উদাহরণ।
সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন ফরসিথ জানান, সিরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং হামের মতো শিশুদের প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। এতে হুমকির পড়েছে লাখো সিরিয়ান শিশুর জীবন। সূত্র: বিবিসি
২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�