শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ০৭:০০:৩৭

অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুহার এতো কম কেন?

অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুহার এতো কম কেন?

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব কাঁ'পছে করোনা আ'ত'ঙ্ক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা। বিশ্বজুড়ে করোনার প্রকৃতি নির্ণয়ের জন্য এরই মধ্যে মৃ'ত্যুহা'র তদ'ন্ত করা হচ্ছে। তবে অবা'ক করার বিষয় হলো পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতে কমে এসেছে মৃ'ত্যুহা'র। গেল বছর চীনের উহান শহর থেকে করোনার উৎপত্তি হয়, এখন পর্যন্ত ২৭ লাখেরও বেশি মানুষ আ'ক্রা'ন্ত হয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের।  

এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা যে হারে বাড়ছে মৃ'ত্যুহা'রের অবস্থা ঠিক তার উল্টো। বিশ্বের অন্যান্য দেশে যেখানে প্রতিদিন হু হু করে বাড়ছে মৃ'তের সংখ্যা সেখানে ভারতের চিত্র পুরো ভিন্ন। বিশেষ করে কিছু স্থান যেমন: হাসপাতাল, শ্মশান, কবরস্থানে কি হচ্ছে তা অবা'ক করার মত। কলকাতা ও বেঙ্গালুরুর অ্যান্থায়েস্টি ফিউনেরাল সার্ভিসের প্রধান নির্বাহি কর্মকর্তা শ্রুতি রেড্ডি জানা, বিষয়টি আমাদের জন্য বি'স্ম'য়কর। আগে যেখানে দিনে পাঁচটি সৎকারের কাজ করা হত সেখানে এখন করা হয় ৩ টি।

মুম্বাই এর পরিসংখ্যান দেখলে বোঝা যায়, মার্চের প্রথম এবং মাসের শেষের তুলনায় মৃ'তের সংখ্যা শতকরা ২১ ভাগ কমে এসেছে। আহেমেদাবাদে মৃ'তের সংখ্যা কমেছে শতকারা ৬৭ ভাগ। আরো দুইটি বড় শহরের অবস্থা একই রকম। বিশেষ করে এপ্রিল মাসে ফিউনারেল ব্যবসায়ের ধ'স নেমেছে। পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এপিডেমোলজির অধ্যাপক গিরিধার বাবু বলছেন, যখনই আমরা মৃত্যুর সংখ্যা কম দেখি তখনই স'ন্দে'হ হয় সেখানে আরো অনেক মৃ'তের সংখ্যা আছে। 

এর আগে ভারতের লকডাউন বাড়িয়ে মে মাসের ৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার মানুষের টেস্ট করা হয়েছে যার মধ্যে শতকরা ৪ ভাগ মানুষের করোনা পজেটিভ ধ'রা পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পজেটিভ মানুষের সংখ্যা শতকরা ১৮ ভাগ। ভারতীয় চিকিত্সক, কর্মকর্তা এবং শ্মশান কর্মচারীরা বলছেন যে, কম মৃত্যুর হা'র অনেকাংশেই কম সড়ক ও রেল দুর্ঘ'টনার জন্য দায়ী।

এদিক ইতালি জার্কাতা, স্পেন সবজায়গায় মৃ'তের সংখ্যা আগের চেয়ে বেশি। পরিসংখ্যান বলছে লকডাউনের কারণে ২০১৮ সালের সাথে তুলনায় মৃ'ত্যুহা'র কমেছে শতকরা ১৫ ভাগ। সম্প্রতি ভারতে করোনায় মৃ'তের সংখ্যা ৭১৮ জন এবং আ'ক্রা'ন্ত হয়েছে ২৩ হাজার ৭৭ জন মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে