শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ০৯:১৬:২৪

করোনার বিরু'দ্ধে লড়া'ইয়ে জয়ের পথে অস্ট্রেলিয়া

করোনার বিরু'দ্ধে লড়া'ইয়ে জয়ের পথে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাসের তো'পে বি'পর্য'স্ত গোটা বিশ্ব। ভাইরাসটির নীল ছো'বলে প্রতিদিনই লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে মৃ'ত ও আ'ক্রা'ন্তের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ১ লাখ ৯০ হাজার ৬২০ জন। এছাড়া শ'না'ক্ত হয়েছেন ২৭ লাখ ১৭ হাজার ৬৯৯ জন। 

প্রতিনিয়তই বিশ্বে করোনার সং'ক্র'মণ বাড়লেও কিছু কিছু দেশে পরি'স্থিতি ভালোর দিকে যাচ্ছে। এরই মধ্যে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা কমতে শুরু করেছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মাত্র ৮ জন এই প্রাণঘা'তী ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছে। যা দেশটির জন্য কিছুটা স্বস্তির। থমদিকে দেশটিতে করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু সরকারের ক'ঠো'র পদক্ষেপের কারণে করোনা যু'দ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করোনায় আক্রা'ন্ত হয়নি। অপরদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন করোনায় আক্রা'ন্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে দু'জন এবং নিউ সাউথ ওয়েলসে পাঁচজন প্রাণঘা'তী এই ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রা'ন্ত হয়নি। অপরদিকে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো নতুন করে করোনায় আক্রা'ন্ত কোনো রোগী পাওয়া যায়নি। 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধ'রা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকো'প ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলেও নতুন করে কেউ করোনায় আ'ক্রা'ন্ত হয়নি। এমনকি সেখানকার ৯০ শতাংশ রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। এছাড়া দেশজুড়ে ব্যা'পকহারে করোনার টেস্ট করা হয়েছে। ফলে প্রথম থেকেই আ'ক্রা'ন্তদের চিকিৎসার ব্যবস্থা করা গেছে। 

দেশটিতে এখন পর্যন্ত মোট ১৫ হাজার দু'জন করোনায় আক্রা'ন্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৮৭২ জনই সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে মা'রা গেছে ৫২২ জন। তবে ১৬৯ জন এখনও আশ'ঙ্কাজনক অবস্থায় আছে। তারা চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, প্রথম থেকেই ক'ড়াক'ড়ি প'দক্ষে'পের কারণে অস্ট্রেলিয়া করোনা বি'প'র্যয় কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। 

শুরু থেকেই বিদেশ ফেরত নাগরিকদের ১৪ দিনের আইসোলেশন বা'ধ্যতামূলক করা হয়। এমনকি আইসোলেশন নি'শ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে পা'হা'রা দিয়েছে পুলিশ। একই সঙ্গে জনসমাগমে নিষে'ধা'জ্ঞা আনা হয়। প্রথম থেকেই চীনফেরতদের জন্য সীমান্ত ব'ন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে