শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ০৯:৪৬:২৪

ভারতকে এতবার হারিয়েছি, খারাপই লাগে: ইমরান খান

ভারতকে এতবার হারিয়েছি, খারাপই লাগে: ইমরান খান

স্পোর্টস ডেস্ক : ২২ গজে দুই দলের দ্বৈরথ আজকের নয়। বহু দিনের পুরনো। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আলাদা উ'ত্তেজনা। সে উ'ত্তেজনা যেরকম ক্রিকেটপ্রেমীদের। তেমনই আবার ক্রিকেটারদেরও। সেই ভারত-পাক ক্রিকেট ম্যাচ নিয়ে নানান সময়ে নানান মন্তব্য করে এসেছেন দুই দলেরই ক্রিকেটাররা। 

গতকালই বো'মা ফাটিয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক। বলেছিলেন "ভারতীয়রা নিজেদের জন্য রান করেন, আর পাক ক্রিকেটাররা ৩০-৪০ রান হলেও তা দলের স্বার্থেই করেন।" এ বার ইনজির থেকেও কয়েক কদম এগিয়ে বড়সড় বি'স্ফোরণ ঘটালেন বর্তমান পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান। বলে উঠলেন, "ভারতের জন্য খারাপ লাগে! প্রায়ই ওঁদের হারাতাম আমরা।"

কিছু দিন আগেই পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের একটি ইভেন্টে গিয়েছিলেন ইমরান। সেখানেই স্মৃতির গলিপথ থেকে নিজের খেলার দিনগুলোর এক একটা গল্প শোনাতে শুরু করেন। সেই অনুষ্ঠানে গিয়েই ইমরান সদর্পে বলে ওঠেন যে, আমি যখন অধিনায়ক ছিলাম, ভারতকে নিয়ে কখনই ভাবতাম না। পাশাপাশিই তিনি আরও জানান যে, ওয়েস্ট ইন্ডিজ দল ছিল তাঁদের ভ'য়ের কারণ। এখানেই থামেননি ইমরান। কিছুটা ঠাট্টার সুরেই বলে ওঠেন, ভারতের জন্য খারাপ লাগে!

সম্প্রতি ইমরানের ওই সাক্ষাৎকারের একটি অংশ ট্যুইটারে শেয়ার করা হয়েছে। Saj Sadik নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ভি'ডিয়োটি। সেখানে ইমরান বলছেন, "ভারতীয় দলকে এতবার হারিয়েছি যে, ওঁদের জন্য খারাপ লাগে মাঝেমধ্যে। ওঁরা খুব চাপে থাকত। যখন টসের জন্য মাঠে নামতাম, ওঁদের ক্যাপ্টেনের মুখ দেখেই বুঝে যেতাম যে, প্রচণ্ড চাপে আছে। সেই সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই সময়ে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। খুবই শক্তিশালী একটা দল ছিল। আমার মনে পড়ে না, ওরকম শক্তিশালী কোনও দল আমি দেখেছি সেই সময়ে।"-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে