আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে যু'দ্ধবিরতির আহ্বান জানালেও তা প্র'ত্যাখ্যা'ন করেছে জ'ঙ্গি গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র সুহাইল শাহিন জানান, সম্ভাব্য শান্তি প্র'ক্রিয়া যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যেত তাহলে যু'দ্ধবিরতি সম্ভব ছিলো। এক টুইট বার্তায় তিনি বলেন, যু'দ্ধবিরতির আহ্বান যৌক্তিক নয়।
শুক্রবার শুরু হয়েছে মুসলমানদের ধর্মালম্বীদের পবিত্র রমজান মাস। এরই মধ্যে তালেবানদের অ'স্ত্র রেখে দিয়ে যু'দ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আর তাহলে কর্তৃপক্ষ করোনা ভাইরাস মো'কাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে না বলে জানান তিনি।
তার অভিযো'গ করোনা ভাইরাসের মধ্যে কারাব'ন্দিদের জীবন ঝুঁ'কির মধ্যে ফেলেছে তালেবান সরকার। আফগানিস্তানে এখন পর্যন্ত এক হাজার তিনশোরও বেশি করোনা আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশ'ঙ্কা আরও বেশি পরিমাণে পরীক্ষা করা সম্ভব হলে আক্রা'ন্তের সংখ্যা অনেক বেশি হতো।