শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৩:১৮:১১

লকডাউনে বাড়ির বাগানে বৃদ্ধ-বৃদ্ধার ক্রিকেট খেলার ভি'ডিও ভাই'রাল

লকডাউনে বাড়ির বাগানে বৃদ্ধ-বৃদ্ধার ক্রিকেট খেলার ভি'ডিও ভাই'রাল

আন্তর্জাতিক ডেস্ক : বয়স স্রেফ একটা সংখ্যা। ক্রিকেটার হোক বা ফুটবলার, ক্রীড়াবিদরা প্রায়ই এই বাক্য আওড়ে থাকেন। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ, সকলেই এই দর্শনে বিশ্বাসও করেন। আর সেই দর্শনেরই প্রতিফলন দেখা গেল দক্ষিণ ভারতের এক দম্পতির ক্রিকেটপ্রেমে।

গোটা দেশে চলছে লকডাউন। সকলেই গৃহব'ন্দি। একঘেয়েমি কাটানোর জন্য দক্ষিণী এই দম্পতি তাই বেছে নিয়েছেন ক্রিকেটকে। বৃদ্ধ-বৃদ্ধার খেলার জন্য বেছে নিয়েছেন বাড়ির লাগোয়া বাগানকে। তাঁদের খেলার একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভি'ডিওটিতে দেখা যাচ্ছে, আদুর গায়ে বৃদ্ধ ব্যাট করছেন। স্টাম্পসের কাজ করছে একটি নারিকেল গাছ। আর বল করছেন তাঁর বৃদ্ধা স্ত্রী। বৃদ্ধ মজা করে বলছেন, ‘তুমি জাতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা পাবে।’ ভি'ডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক, শেয়ার ও কমেন্ট।-এবিপি আনন্দ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে