শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৪২:১২

জীবন থেকে ১৩ বছর কেড়ে নেবে করোনা ভাইরাস : গবেষকদের দাবি

জীবন থেকে ১৩ বছর কেড়ে নেবে করোনা ভাইরাস : গবেষকদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভ'য়াল থা'বায় কাঁ'পছে বিশ্ব। এরই মধ্যে চা'ঞ্চল্যকর তথ্য জানালো যুক্তরাজ্যের গবেষক দল। একজন মানুষের জীবন থেকে ১৩ বছর সময় কেড়ে নিতে পারে প্রাণঘা'তী করোনা ভাইরাস। এ নিয়ে গবেষণায় যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনার প্র'ভাব সম্পর্কে খতিয়ে দেখতে যেয়ে এ তথ্যটির স'ন্ধা'ন পান।

করোনার মৃত্যুপুরী ইতালিতে করোনায় যারা মা'রা গেছেন এবং যাদের অবস্থা সং'ক'টাপন্ন তাদের তথ্য নিয়ে গবেষণা করা হয়। গবেষক দল ওয়াল্ড হেলথ অর্গানাইজেশনের পাশাপাশি যুক্তরাজ্যের বৃহৎ স্বাস্থ্য সেবা ডাটাবেজ সেল থেকে তথ্য নিয়ে করোনার বৈশিষ্ট্য নিয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে সে বিষয়ে গবেষণা করে। গবেষকরা বলছেন করোনার জন্য জীবনের হারানো সময়সীমা ছেলেদের ক্ষেত্রে হতে পারে ১৩ বছর এবং মেয়েদের ১১ বছর। গবেষণায় দেখা যায় করোনায় মৃ'ত্যুর কারণে মানুষ তার জীবনের ১০ বছর হা'রিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে