শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৩৫:৩৯

''কিম জং উনের মৃ'ত্যু ডেকে আনবে তৃতীয় বিশ্বযু'দ্ধ''

''কিম জং উনের মৃ'ত্যু ডেকে আনবে তৃতীয় বিশ্বযু'দ্ধ''

আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনার অবসান। অবশেষে প্রয়াত হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন! এমনই দাবি করেছে হংকং টিভি। পরিস্থিতির উপর নজর রাখলেও আপাতত কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ। কিন্তু, কিম-পরবর্তীতে পিয়ংইয়ংয়ে প্রভাব বিস্তার নিয়ে ঠান্ডা যু'দ্ধ শুরু হওয়া যে সময়ের অপেক্ষা, তা কার্যত স্পষ্ট।

সম্প্রতি যা সত্য বলেই জানিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনাকর্তা চুন ইন-বাম। মার্কিন মিলিটারি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার স্পেশাল অ'পারে'শনসের প্রাক্তন প্রধান বলেন, 'কিমের পর উত্তর কোরিয়াকে কেন্দ্র করে পরমাণু-যু'দ্ধ দেখা দিতে পারে।' প্রাক্তন সেনাকর্তার আশ'ঙ্কা, কিম-পরবর্তী উত্তর কোরিয়ায় 'আমেরিকা ঢোকার চেষ্টা করবেই।' 

শুধু তাই নয়, 'চীনও পিছিয়ে থাকবে না' বলে মনে করেন তিনি। যার ফল হিসেবে 'তৃতীয় বিশ্বযু'দ্ধ পরি'স্থিতি'র আশ'ঙ্কা করেছেন তিনি। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খ'র্বের চেষ্টা মোটেই আমেরিকা-চীন 'কারোর জন্যই সুখকর হবে না' বলে সত'র্ক করেছেন তিনি। কিম-পরবর্তীতে পরি'স্থিতি নিয়ে পড়শি দক্ষিণ কোরিয়া যে বেশি 'উৎ'সা'হ' দেখাচ্ছে, তা স্বী'কার করেন প্রাক্তন সেনাকর্তা। তার আশ'ঙ্কা, 'এর ফলে পরমাণু যু'দ্ধ হতে পারে।'

একই ধা'রণা অন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডেভিড ম্যাক্সওয়েল বলেন, 'কিম জং উনের পর উত্তরসূরি বাছাই নিয়ে উত্তর কোরিয়ায় তুমুল অশা'ন্তি দেখা দিতে পারে।' এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশের দাবি, কিমের পর তার আসনে বসবেন বোন কিম ইয়ো জং। যিনি বর্তমানে বড় ভাই কিম জং উনের মুখ্য পরামর্শদাতা। ২০১৮ সালে উত্তর কোরিয়ার পলিটব্যুরোতেও মনোনীতও হন তিনি। উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষ'মতাশা'লী মহিলা বলা হয় কিম ইয়ো জংকে। সূত্র : ইন্ডিয়ান টাইমস ও গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে