শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৯:৪৩:১৭

বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম চু'রি করেছে ইসরায়েলের 'মোসাদ'!

বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম চু'রি করেছে ইসরায়েলের 'মোসাদ'!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আক্রা'ন্ত রো'গীদের চিকিৎসার জন্য সবচেয়ে প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে চু'রি অথবা জো'র খাটিয়ে ইসরায়েলে নিয়েছিলেন দেশটির দু'র্ধ'র্ষ গোয়ে'ন্দা সংস্থা মোসাদ। এবার আবারো একই ধরণের কাজ করেছে কু'খ্যা'ত এই সংস্থাটি। হা'হাকারের এই সময়ে বেশি দাম দিয়ে হোক কিংবা প্রতা'রণার মাধ্যমেই হোক- অন্য দেশের কাছ থেকে ছিনিয়ে মেডিক্যাল সরঞ্জাম ইসরায়েলে নিয়েছে মোসাদ। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে, মোসাদ ইসরায়েলে আরো বিপুল পরিমাণ করোনা সরঞ্জাম সরবরাহ করেছে। নতুন সরবরাহ করা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে, পিসিআর কিটসসহ আরো এক হাজার করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জাম। এছাড়া আরো রয়েছে, ভেন্টিলেটর, হ্যান্ড স্যানিটাইজিং জেল তৈরির ফ্লাস্ক, দক্ষিণ কোরিয়ার রিএজেন্টস, টেস্ট করার জন্য ব্যবহৃত একটি মেডিকেল পণ্য এবং ভারত থেকে এইচআইভি ওষুধ যা বর্তমানে করোনা ভাইরাস রো'গীদের পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে ব্যবহৃত হচ্ছে।

চ্যানেল-১২ আরো বলেছে, মোসাদ ৪৭টি ভিন্ন ভিন্ন ওষুধ এবং অ্যানেসথেটিকস কেনার বা অন্য যে কোন উপায়ে অর্জন করার বিষয়ে কাজ করছে। বর্তমানে ইসরায়েলে এই ওষুদ ও সরঞ্জামগুলোর অভাব রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মোসাদকে বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার দায়িত্ব দিয়েছে ইসরায়েল। মোসাদ পরিচালক ইয়োসি কোহেন জাতীয় সুর'ক্ষা ইউনিট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি বিশেষ কমান্ড কেন্দ্রের প্রধান। 

এই সংস্থাটি এখন পর্যন্ত বিপুল পরিমাণে ভেন্টিলেটর, ১০ লাখ এন-৯৫ মাস্কসহ এক কোটিরও বেশি মেডিক্যাল সরঞ্জাম ইসরায়েলে নিয়েছে। করোনার ভ'য়াব'হ প্রা'দু'র্ভূ'ত স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু উন্নত দেশ মাস্ক ও করোনা পরীক্ষার বিভিন্ন কিটের জন্য হা-পি'ত্যে'শ করছে। অথচ মোসাদ ইসরায়েলের জন্য এরই মধ্যে লাখ লাখ পিস মাস্ক ও কিট সংগ্রহ করেছে। তবে কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি তারা। সূত্র : জেরুজালেম পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে