রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ০৩:২৭:৪৫

যে কারণে বেত্রাঘা'তের শাস্তি নিষি'দ্ধ করছে সৌদি আরব

যে কারণে বেত্রাঘা'তের শাস্তি নিষি'দ্ধ করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সা'জা হিসেবে বে'ত্রাঘা'তের বিধান নি'ষিদ্ধ করা হচ্ছে। এনিয়ে দেশটির আদালত বিশেষ রায় দিয়েছে। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের এ সং'ক্রা'ন্ত একটি ন'থি দেখার কথা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশটির সর্বোচ্চ আদালত বে'ত্রাঘা'তের বদলে অপ'রাধীকে কা'রাদ'ণ্ড কিংবা জরিমানার সা'জা দিতে বলেছে।

যে কারণে নিষি'দ্ধ: সৌদি বাদশা সালমান ও তার ছেলে মোহাম্মদের আনা মানবাধিকার সং'স্কার কার্যক্র'মের অংশ হিসেবেই এ সিদ্ধা'ন্ত, বলেছে তারা।সালমানপুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের ‘ডি ফ্যা'ক্টো’ শা'সক; দায়িত্ব নেয়ার পর থেকে তিনি নারীদের গাড়ি চালানো, মাঠে গিয়ে খেলা দেখা, অভিভাবকের অনুমোদন ছাড়া পাসপোর্ট প্রাপ্তি ও বিদেশ ভ্রমণের নিষেধা'জ্ঞা তু'লে দিয়েছেন। তার হাত ধ'রে সাড়ে তিন দশক পর দেশটির সিনেমা হলগুলোও স'চল হয়েছে।

তবে এত কিছুর পরও ভি'ন্নম'তাবল'ম্বীদের দ'মন-পী'ড়ন আর তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশুগজিকে হ'ত্যার ঘ'টনা সালমানের ভা'বমূ'র্তিতে কালি লাগিয়ে দিয়েছে, বলছে বিবিসি।মানবাধিকার কর্মীরা বলছেন, সৌদি আরবে মত প্রকাশের স্বা'ধীনতাকে ক'ঠোর হ'স্তে নি'য়ন্ত্র'ণ করা হয়। শাস'কগো'ষ্ঠীর বিরু'দ্ধে অবস্থান নিলেই জায়গা হয় কারাগারে।
দেশটিতে অপরা'ধীদের বে'ত্রাঘা'তের সা'জা দেওয়ার ঘ'টনাও নিয়মিতই দেখা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে