রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ০৫:৩২:০৩

সমাজে নারীদের অশ্লী'লতা ও ন'গ্নতায় ক্রু'দ্ধ আল্লাহ, তারই শা'স্তি করোনা ভাইরাস!

সমাজে নারীদের অশ্লী'লতা ও ন'গ্নতায় ক্রু'দ্ধ আল্লাহ, তারই শা'স্তি করোনা ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক : সমাজের অশ্লী'লতায় ও ন'গ্নতার শা'স্তি হিসেবে আল্লাহে তৈরি করেছেন করোনা ভাইরাস। আল্লাহ মানুষের কাজে ক্ষু'ব্ধ। করোনা ভাইরাসের মতো মহামা'রি হওয়ারই কথা ছিল। এমনটাই অভিমত পাকিস্তানের ইসলামি ধর্মগুরু মা্ওলানা তারিক জামিলের।

তিনি বলছেন, নারীরা ছোট জামা পড়ে সিনেমা করছেন, নাচছেন, এই ধরণের অশ্লী'লতা আল্লাহ মেনে নেননি। তাই করোনা ছড়িয়েছে। মা্ওলানা তারিক জামিলের অভিমত, মানুষ স্বভাবে অসম্ভব অশ্লী'ল ও মান'সিকতায় ন'গ্ন। তাই আল্লাহ রে'গে গিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে শা'স্তি দিতে চাইছেন সভ্যতাকে। গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের উৎপত্তি খুঁ'জতে ব্যস্ত, তখন এই পাকিস্তানি মা্ওলানা নিজের মতেই অটল।

তবে মা্ওলানা তারিক জামিলের এই কথা মেনে নেননি তারই দেশের নারী সমাজকর্মীরা। নারী অধিকারের জন্য ল'ড়া সমাজকর্মীরা রীতিমত একহাত নিয়েছেন এই পাক ধর্মগুরুকে। পাকিস্তানের মানবাধিকার কমিশনও তারিক জামিলের বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে। অপদার্থ ও নীচু মানসিকতার তত্ত্ব বলে খারিজ করেছেন আইন ও ন্যায় বিষয়ক সংসদীয় সচিব ব্যারিস্টার মালিকা বোখারি।

ট্যুইট করে তিনি বলেছেন, করোনার কোনও উৎস খুঁ'জে এখনও পাওয়া যায়নি। তার মধ্যে নারীদের নীচু করে দেখানোর খেলায় মেতেছে একদল অশিক্ষিত লোক। করোনা ছড়িয়ে পড়ার পিছনে কোনও ভাবে নারীদের জামা পরার কারণ থাকতে পারে না। এই ধরণের কথা বলে নারীদের প্রতি অ'ন্যা'য় করার একটা স্বাভাবিক প্রবৃ'ত্তি তৈরি করেন এই সব ধর্মগুরু। এই প্রব'ণতা অত্যন্ত বি'প'জ্জনক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে