সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ০৪:১৫:২২

করোনা নির্মূলে আমরা জিতেছি : নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

করোনা নির্মূলে আমরা জিতেছি : নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কমিউনিটি সং'ক্র'মণ ঠে'কিয়ে কোভিড-১৯ কার্যকরভাবে নি'র্মূল করা গেছে বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। গত কয়েকদিন ধরে দেশটিতে করোনা সং'ক্র'মণ একক সংখ্যার ঘরে নেমে এসেছে; রোববার দেশটিতে মাত্র একজন নতুন করে এই ভাইরাসে সং'ক্র'মিত হয়েছেন। 

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, ''বর্তমানে ভাইরাসটিকে নির্মূ'ল করা হয়েছে। আমরা এই ল'ড়াইয়ে জিতেছি।'' তবে এই ভাইরাসে নি'র্মূলের ব্যাপারে কর্মকর্তাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেছেন, এর মানে এই নয় যে, নতুন করোনা ভাইরাস সং'ক্র'মণের পুরোপুরি অব'সান ঘটেছে।

দেশটিতে করোনার বিস্তার ঠে'কাতে জারিকৃত সামাজিক বিধি-নিষে'ধ প্র'ত্যাহা'র করে নেয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে কিউই প্রধানমন্ত্রী এসব তথ্য জানালেন। মঙ্গলবার থেকে দেশটির অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। করোনা মহামা'রি বিশ্বের বিভিন্ন দেশে তা'ণ্ডব চালালেও নিউজিল্যাণ্ডে আক্রা'ন্ত রোগীর সংখ্যা দেড় হাজারেরও কম। 

এছাড়া দেশটিতে মা'রা গেছেন মাত্র ১৯ জন। বিধি-নিষে'ধ শিথিল হলেও অধিকাংশ মানুষকে এখনও ঘরে ব'ন্দি থাকতে এবং সব ধরনের সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে। সরকারের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে জেসিন্ডা বলেন, আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দিচ্ছি, কিন্তু মানুষের সামাজিক জীবন এখনও খোলা যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে