সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৫৭:০৬

করোনার এই দুঃ'সময়েও সিরিয়ায় ভ'য়াব'হ বিমান হা'মলা চালাল ইসরায়েল

করোনার এই দুঃ'সময়েও সিরিয়ায় ভ'য়াব'হ বিমান হা'মলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : করোনার এই দুঃ'সময়ের মধ্যেও সিরিয়ায় ভ'য়াব'হ বিমান হা'মলা চা'লিয়েছে ইসরায়েল। তবে দেশটির প্রতির'ক্ষা ব্যবস্থা শ'ক্তহাতে ইসরায়েলের আ'ক্র'মণ মো'কাবেলা করছে। ক্ষে'পণা'স্ত্র ল'ক্ষ্যব'স্তুতে আঘা'ত হা'নার আগেই আকশে নি'ষ্ক্রি'য় করে দিয়েছে তারা। সিরিয়ার সরকারের বা'র্তা সংস্থা সানা এই ত'থ্য জানিয়েছে।

সানা জানিয়েছে, কয়েকটি ক্ষে'পণা'স্ত্র ল'ক্ষ্যব'স্তুতে আ'ঘা'ত হানার আগেই ধ্বং'স করে দেওয়া হয়। আজ সোমবার সকালে এই হা'মলা চা'লানো হয়। আ'ক্রম'ণটি করা হয়েছিল প্রতিবেশী লেবাননের আকাশসীমা থেকে। লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল এই হা'মলা চা'লিয়েছে। 

সিরিয়ায় গৃ'হযু'দ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অনেক বার হা'মলা চা'লিয়েছে ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহদের সম'র্থন করে এমন অঞ্চলে ব্যা'পক হা'মলা চা'লিয়েছে দেশটি। ২০ এপ্রিল পামিরা মরুভূমির কয়েকটি ল'ক্ষ্যব'স্তুতে বো'মা ফেলা হয়েছিল ইসরালের পক্ষ থেকে। তখন তিন জন সিরিয়ান যো'দ্ধা এবং তিন জন বিদেশি যো'দ্ধা নিহ'ত হন। সিরিয়ান হিউমান রাই'টস অবসে'রভেট'রি গ্রু'প এই ত'থ্য জানায়।

সিরিয়ায় ইসরায়েল বিমান হা'মলা চা'লালেও স্বী'কার করেছে খুব সময়েই। দেশটির পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার ভেতরে ইরানের শ'ক্তি কা'র্যকর হতে দেবে না। তাই তারা হা'মলা চা'লায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে