সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ১০:০৬:১৮

করোনা যু'দ্ধে জয়ের পথে ইতালি, ৪ মে থেকেই লকডাউন উঠছে!

করোনা যু'দ্ধে জয়ের পথে ইতালি, ৪ মে থেকেই লকডাউন উঠছে!

আন্তর্জাতিক ডেস্ক : করোনার জেরে বহু মৃ'ত্যু দেখেছে ইটালি। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হা'রিয়েছেন এই দেশেই। করোনার করাল গ্রা'সে একসময় মৃ'ত্যুপুরিতে পরিণত হয়েছিল দেশটি। সেসব এখন অতীত। ধীরে ধীরে পরি'স্থিতি বদলাতে শুরু করেছে। করোনার বি'রু'দ্ধে ল'ড়াইয়ে জমি ফিরে পেয়েছে ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী দেশ। 

রোববার ইতালিতে করোনার প্রভা'বে মোট ২৬০ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা ১৪ মার্চের পর সর্বনিম্ন। যা করোনার নিয়ন্ত্রণে আসার ই'ঙ্গিত হিসেবে মনে করছে সেদেশের প্রশাসন। এবং সেকারণেই বি'ধিনি'ষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতালির প্রশাসন সুত্রের খবর আগামী ৪ মে থেকেই ধীরে ধীরে তুলে দেওয়া হবে বিধি-নিষে'ধ।

প্রাথমিকভাবে, জনসাধারণকে নিজেদের এলাকার মধ্যে চলাফেরার অনুমতি দেওয়া হবে। ছোটখাটো সামাজিক অনুষ্ঠানের ছাড়পত্র দেওয়া হবে। লোকজন তাদের আত্মীয়বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৪ মে থেকে। শেষকৃত্যের অনুমতি দেওয়া হচ্ছে। অ্যাথলিটদের ট্রেনিং শুরু করার অনুমতি দেওয়া হবে। ৪ মে থেকেই খুলবে বার এবং রেস্তোরাঁগুলি। যে সমস্ত দোকানপাট এখনও খোলেনি সেগুলি ১৮ মে থেকে খোলা হবে। 

১৮ মে থেকেই অনুশীলন শুরু করতে পারবে খেলার দলগুলি। ১ জুন থেকে খুলে যাবে সেলুন এবং বিউটি পার্লারগুলি। ইটালির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ লকডাউন শিথিল করার কথা ভাবছে। মা'রা'ত্মকভাবে সং'ক্র'মিত আরেক দেশ স্পেনও ধীরে ধীরে লকডাউন শিথিল করছে। ফ্রান্সেও ইতিমধ্যেই অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডেও শিথিল হচ্ছে লকডাউন। 

ব্রিটেনেও উল্লেখযোগ্য হারে ক'মছে করোনা সং'ক্র'মণের গতি। ইতিমধ্যেই করোনা যু'দ্ধ জয় করে কাজে ফিরেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্রুত ব্রিটেনেও লকডাউন তোলা নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি। উল্লেখ্য ইতালি, স্পেনের মতো ব্রিটেনেও মহামা'রির আকার নিয়েছিল করোনা। তবে এখন পরি'স্থিতি অনেকটাই নিয়'ন্ত্রণে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে