মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ১১:৫০:০২

ভারতে তাবলিগ জামাতের ৩ শতাধিক সদস্য দান করছেন র'ক্তের প্লাজমা

ভারতে তাবলিগ জামাতের ৩ শতাধিক সদস্য দান করছেন র'ক্তের প্লাজমা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। দেশটিতে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ার জন্য দায়ী করা হচ্ছে দিল্লিতে আয়োজিত এক তাবলিগ জামাতকে। ওই তাবলিগ জামাতের অনেকেই করোনায় আক্রা'ন্ত হিসেবে শ'নাক্ত হন। তাদের কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার পর অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এবার তাবলিগ জামাতের সুস্থ হওয়া তিন শতাধিক সদস্য অন্য করোনা আক্রা'ন্তদের সুস্থ করতে নিজেদের রক্তের প্লাজমা দান করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।  

সোমবার পর্যন্ত ভারতে ২৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রা'ন্ত হয়েছেন এবং মৃ'ত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। দেশটিতে দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে। প্লাজমা থেরাপি পদ্ধতিতে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা কোনও রোগীর রক্তের প্লাজমা আক্রা'ন্তের দেহে ইনজেক্ট করা হয়। ফলে ওই রোগীর দেহেও অ্যান্টিবডি গড়ে ওঠে, যা করোনা প্রতিরো'ধে সহায়তা করে। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, করোনাভাইরাসে আক্রা'ন্ত যারা সুস্থ হয়েছেন তারা যেন নিজেদের র'ক্তের প্লাজমা দান করেন। এই আহ্বানের পর দিল্লির সুলতানপুরি সেন্টারে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা চারজন তাবলিগ জামাত সদস্য নিজেদের র'ক্তের প্লাজমা দান করেন। তাবলিগ জামাতের প্রধান মাওলানা সা’দও জামাত সদস্যদের প্লাজমা দান করার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রা'ন্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা তিন শতাধিক তাবলিগ জামাতের সদস্য দিল্লি সরকারের কনসেন্ট সেন্টারে নিজেদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন।

সূত্র মতে, এদের মধ্যে নরেলা সেন্টারে ১৯০ জন, সুলতানপুরি সেন্টারে ৫১ জন, মঙ্গলপুরি সেন্টারে ৪২ জন তাবলিগ জামাত সদস্য নিজেদের র'ক্তের প্লাজমা দান করতে চলেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে