মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৪:২১:৫৪

করোনামুক্ত হল নিউজিল্যান্ড! সাফল্যের কাহিনী শোনালেন জেসিন্ডা আর্ডেন

করোনামুক্ত হল নিউজিল্যান্ড! সাফল্যের কাহিনী শোনালেন জেসিন্ডা আর্ডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা থেকে মুক্তির পথে দৃষ্টান্ত রাখলো নিউজিল্যান্ড। কমিউনিটি ট্রান্সমিশন সম্পূর্ণরূপে রু'খে দেওয়া গেছে জানালেন দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ধীরে ধীরে তারা গোটা দেশে লকডাউন শিথিল করার পথে। গত বছর ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা এখন গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। 

শো'চনীয় অবস্থা ইতালি ও আমেরিকার। বি'প'দ সীমার কাছেই রয়েছে বহু দেশ। এরই মধ্যে স্বস্তির খবর এল নিউজিল্যান্ড থেকে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে সে দেশ। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যে ক'জন এখনও অসুস্থ আছেন, প্রত্যেকেই সুস্থ হওয়ার পথে। 

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে লকডাউন শিথিল করা হবে। সরকারি কাজকর্ম শুরু করা হবে। তবে সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। সাধারণ মানুষকে এখনও যথেষ্ট সাবধান হয়ে চলতে হবে। মার্চের শেষে নিউজিল্যান্ডে পৌঁছয় করোনা সংক্রমণ। জেসিন্ডা বলেছেন, সে দেশে এই মহামা'রীর প্রা'দুর্ভা'ব ছড়ানোর প্রথম দিন থেকেই সা'বধা'নতা অবলম্বন করা হয়েছিল। ব'ন্ধ করে দেওয়া হয়েছিল সব। 

বর্ডার সিল করে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলে পরীক্ষা ও আইসোলেশন। তাই মৃ'তের সংখ্যা ১৯-এ থেমেছে। লকডাউন সফল হওয়ার কারণেই এই সাফল্য বলে মনে করছে জেসিন্ডার নেতৃত্বাধীন সরকার। লকডাউনের সঙ্গে দেশে যথেষ্ট পরিমাণে টেস্টও করানো হয়েছে। সন্দে'হভাজন সকলকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করার কারণেই এত দ্রুত সাফল্য মিলেছে। অন্যান্য অনেক দেশের মতো পরি'স্থিতি তৈরিই হয়নি। মৃত্যুর হার অনেকখানি আয়ত্তে রাখা গেছে। আক্রা'ন্ত ১৪২৭ জন, অন্যান্য দেশের তুলনায় যা অনেক কম। 

বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের অবস্থানও বেশ প্রা'ন্তিক। বর্ডারগুলি খুব সহজে সিল করা যায়। এই বিষয়গুলোও সাহায্য করেছে এই মহামা'রীর বি'রু'দ্ধে যু'দ্ধে জিততে। অকল্যান্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী পেটোসিস হ্যারিস বলছিলেন, নোভেল করোনা ভাইরাসটি সং'ক্রা'মক হলেও কোন সুপার পাওয়ার যুক্ত নয়। তিনি আশাবাদী, মানবসভ্যতার কাছে এটি হা'র মানবেই। ধৈ'র্য ধরে একটু অপেক্ষা করতে হবে শুধু।

তবে পরি'স্থিতি অনুকূল হলেও, নিউজিল্যান্ডের স্বাস্থ্য দফতর জানিয়েছে, লকডাউন তুলে নেওয়া মানে কিন্তু দেশ সম্পূর্ণ নিরাপদ- এমনটা নয়। বি'পদের আশ'ঙ্কা এখনও আছে। শুধুমাত্র কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ হয়েছে। কিন্তু এখনও কিছু মানুষ অসুস্থ আছেন। নতুন করে কেউ সং'ক্রা'মিত হবেন না, এ কথা জো'র দিয়ে বলা যায় না। তবে সাব'ধানতা অবলম্বন করে চললে সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। একই পথে হাঁটতে চলেছে দক্ষিণ কোরিয়া। সেখানেও এই মহামা'রীকে অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে বলে শোনা গেছে। দেশে লকডাউনও শিথিল হতে চলেছে। রোগের প্রকো'প বেশ খানিক আয়ত্তে এসেছে অস্ট্রেলিয়াতেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে